নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় টি-২০ তে পাকিস্তানকে ৩৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা।
১৮৩ রানের বড় লক্ষ তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় মাত্র ১১ রানেই হারিয়ে বসেন দলের সেরা দুই ব্যাটসম্যান ফখর জামান ও বাবর আজমকে। বাবর আজম ফিরেন ১০ বলে ৩ রান করে আর ফখর জামান ফিরেন ৪ বলে ৬ রান করে।
তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক সরফরাজ আহমেদ শেহজাদকে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও সেটা বেশিক্ষন দীর্ঘস্থায়ী হয়নি। ঐ জুটি থেকে আসে মাত্র ৪০ রান। আজকেও শূন্য রানে ফিরে গেছেন উমর আকমাল । শেষের দিকে আসিফ আলির ২৭ বলে ২৯ আর ইমাদ ওয়াসিমের ২৯ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসও হার এড়াতে পারেননি কেবল হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন। শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট নেন নুয়ান প্রদীপ, তিনটি উইকেট নেন সিলভা আর দুটি উইকেট নেন উদানা।
এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যানরা। দলীয় মাত্র ১৬ রানেই ইমাদ ওয়াসিমের বলে সরফরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গুনাথিলাকা। ১০ বলে ১৫ রান করেন গুনাথিলাকা। আরেক ওপেনার ফার্নান্দোও তেমন কিছু করতে পারেন নি ফিরে যান ১০ বলে মাত্র ৮ রান করে।
তবে তৃতীয় উইকেট জুটিতে শক্ত প্রতিরোধ গড়ে তুলে সেহান জয়াসুরিয়া ও ভানুকা রাজাপাকশা। ২৮ বলে ৪ চারের সাহায্যে ৩৪ রান করে দলীয় ১৩৫ রানে ফিরে গেলে ভাঙ্গে দুজনের ৯৪ রানের জুটি। জয়সুরিয়ার পর খুব বেশি দীর্ঘস্থায়াী হতে পারেন নি রাজাপাকশা ফিরেন দলীয় ১৪২ রানে। তবে ফিরে যাওয়ার আগে কাজের কাজটি ঠিকই করে দিয়ে যান। ফেরার আগে ৪৮ বলে চারটি চার ও ছয়টি ছয়ের সাহায্যে করেন দলের সর্বোচ্চ ৭৭ রান। শেষের দিকে অধিনায়ক সানাকার ১৫ বলে ঝড়ো ২৭ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে লঙ্কানরা। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম,ওয়াহাব রিয়াজ ও সাদাব খান।
পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজের সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা। আগামী ৯ তারিখ লাহোরে খেলবেন তৃতীয় ও শেষ টি-২০।
স্কোরকার্ড:
শ্রীলঙ্কা: ১৮২/৬ ( ওভার ২০) রাজাপাকশা ৭৭,জয়সুরিয়া ৩৪,সানাকা ২৭, ইমাদ ওয়াসিম ১/২৭,ওয়াহাব রিয়াজ ১/৩১
পাকিস্তান: ১৪৭/১০ ( ওভার ১৯) ইমাদ ওয়াসিম ৪৭,আসিফ আলি ২৯, সরফরাজ ২৬, নুয়ান প্রদীপ ৪/২৫, সিলভা ৩/৩৮,উদানা ২/৩৮