দ্বিতীয় বারের মতো আইসিসির বর্ষসেরা হলেন পেরি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এলিসা পেরি, নারী ক্রিকেটে অন্যতম অলরাউন্ডারদের একজন। ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা শীর্ষ ৩ পুরষ্কারের মধ্যে দু’টি নিজের দখলে নিয়েছেন এবং টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে ক্রিকেটে আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার জিতলেন তিনি।

এ-ই বছর পেরি ক্রিকেটে চমৎকার একটি সময় পার করেছেন, প্রায় প্রতিটি ফরম্যাটেই। ঝুলিতে পুরেছেন ৩টি সেঞ্চুরি। এবং বল হাতে নিয়েছেন ২১টি উইকেট (২২রান খরচায় ৭উইকেট নিয়ে গড়া জাতীয় রেকর্ড সহ)। এবং প্রথম খেলোয়াড় হিসেবে টি-২০ ফরম্যাটে ১০০০ রান এবং ১০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন এ-ই বছরেই। যার ফলস্বরূপ এ-ই বর্ষসেরার স্বীকৃতি।

 

বর্ষসেরা নারী টি-টোয়েন্টি একাদশঃ পেরি (অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক), ড্যানিলে ওয়াট (ইংল্যান্ড), মেগ লেনিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), স্মৃতি মান্দানা (ভারত), লিজেল লি (দক্ষিণ আফ্রিকা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), দিতী শর্মা (ভারত), নিদা দার (পাকিস্তান), মেগান স্কাট (অস্ট্রেলিয়া), শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও রাধা যাদব (ভারত)।

বর্ষসেরা নারী ওয়ানডে একাদশঃ পেরি (অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক), স্মৃতি মান্দানা (ভারত), তামসিন বেউমন্ট (ইংল্যান্ড), মেগ লেনিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), এলিস পেরি (অস্ট্রেলিয়া), জেস জোনাসেন (অস্ট্রেলিয়া), শিখা পান্ডে (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), মেগান স্কাট (অস্ট্রেলিয়া), পুনম যাদব (ভারত)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »