দেশের জন্য ভাল খেলার প্রতিজ্ঞায় বিশ্বকাপে গিয়েছিলেন সাকিব

নিউজ ডেস্ক »

২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত সব পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান, দলকে টেনেছেন এক হাতে। অসাধারণ এক টুর্নামেন্ট পার করে সাকিব আল হাসান ছিলেন প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার  অন্যতম দাবিদার। ছিলেন সেরা রান সংগ্রহকের তালিকায়।ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি বল হাতেও নিয়েছেন ১১ উইকেট। বিশ্বকাপ  ইতিহাসের সেরা অলরাউন্ড পারফরমেন্স দেখিয়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আল হাসানের এই দুর্দান্ত পারফরমেন্সের পিছনের গল্প শুনলেন ইমরুল কায়েস।

আজ সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের রেস্টুরেন্ট সাকিব৭৫ এর ফেইসবুক পেইজের লাইভ আড্ডায় অংশ নেন ইমরুল , সাব্বির, মিরাজ, এবং তাসকিন। প্রোগ্রামের এক পর্যায়ে ইমরুল কায়েস জানিয়েছেন ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্স এর পিছনের গল্প।সাকিব বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে মোবাইলে লিখে গিয়েছিলেন আমি নিজের নামের জন্য নয় খেলবো দেশের জন্য, সাকিব আল হাসানের পারফরমেন্স এর পিছনে অবদান রেখেছে বড় পরিসরে।

ইমরুল বলেন: ” সাকিব বিশ্বকাপে অসাধারণ খেলেছে, বিশ্বকাপ থেকে আসার পরে আমি সাকিবকে জিজ্ঞেস করেছিলাম তোর এতো ভালো পারফরমেন্স এর পিছনে অনুপ্রেরণা কি ছিলো?? তখন সাকিব  দেখিয়েছিল বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ও মোবাইলে লিখে রেখেছিল আমি আমার নামের জন্য না, আমি আমার দেশের জন্য খেলবো।”

দেশের জন্য খেলার প্রতিজ্ঞা নিয়ে খেলতে নেমে দুর্দান্ত করা সাকিব প্রতি ম্যাচের আগে দেখতেন তার মোবাইলের স্ক্রিনের লেখাটি।এবং নিজের প্রতিজ্ঞায় অবিচল থেকে দুর্দান্ত ক্রিকেট খেলেন সাকিব।দেশের জন্য খেলে সাকিব আল হাসান ৬০৬ রানের সাথে বল হাতে সংগ্রহ করেন ১১ উইকেট। ইমরুল আরো বলেন , ” সাকিব বিশ্বকাপের জন্য অনেক পরিশ্রম করেছে, আগে কখনো ওকে এতো পরিশ্রম করতে দেখিনি। দীর্ঘদিন খেলছি সাকিবের সাথে, অনেক দিনের পরিচয়, আমরা রুমমেটও ছিলাম। কিন্তু সাকিব আগে কখনো এতো পরিশ্রম করেনি। এবার অনেক পরিশ্রম করেই বিশ্বকাপে গিয়েছিল, আইপিএলে খেলতে গিয়েও প্রস্তুতি নিচ্ছিল বিশ্বকাপের জন্য”।

সাকিব এবং ইমরুলের রেস্টুরেন্ট সাকিব৭৫ এর ফেইসবুক পেইজের লাইভ আড্ডায় সাকিবের পারফরমেন্সের পিছনের গল্প তুলে ধরেন ইমরুল। লাইভ আড্ডায় সাকিবেরও যুক্ত হওয়ার কথা থাকলেও পারিবারিক সমস্যার কারণে যুক্ত হতে পারেননি সাকিব।

নিউজ ক্রিকেট২৪/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »