দেশবাসীর মুখে হাসি ফোটাতে চেয়েছি: রাজাপাকসে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান এশিয়া কাপে হট ফেভারিট ছিলো ভারত-পাকিস্তান। তবে পাকিস্তান নিজেদের প্রমাণ করলেও পারেনি ভারত। তাদেরকে হটিয়ে দুর্দান্ত ক্রিকেট খেলে ফাইনালের পথে শ্রীলঙ্কা। এমন জয়ে নিজেদের শিরোপার অন্যতম দাবিদার ভাবছে তারা। এমনটাই বলছেন ভানুকা রাজাপাকশে।

আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হেরে এশিয়া কাপের শুরুটা করেছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হারের পর দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। পরের ম্যাচেই বাংলাদেশের বড় লক্ষ্য তাড়া করে জিতেছে এবং সুপার ফোর নিশ্চিত করেছে।

সুপার ফোরেও আফগানিস্তান এবং ভারতকে হারিয়ে ফাইনালের পথে দাসুন শানাকার দল। ম্যাচ শেষে রাজাপাকশে বলেন, “আমরা এখন আর আন্ডারডগ নই। আমরা তা প্রমাণ করেছি। আমরা যখন আরব আমিরাতে এসেছিলাম, তখন আমরা পিছিয়ে ছিলাম। এখন নেই।”

“জানতাম, পাকিস্তান-ভারত নিজেদের দিনে কতটা কঠিন প্রতিপক্ষ হতে পারে। তবে আমরা সবাই চেয়েছিলাম নিজেদের প্রমাণ করতে। বিশেষ করে আমাদের দেশের মানুষের কাছে।” – রাজপাকশে আরও যোগ করেন।

রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কা কঠিন সময় পার করছে অনেক দিন ধরেই। এ অবস্থায় এই জয়গুলো দেশের মানুষকে কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে বলে মনে করেন রাজাপাকশে। এবার জিততে চান টুর্নামেন্টও।

রাজাপাকশে বলেন, “আমরা দেশবাসীর মুখে হাসি ফোটাতে চেয়েছি। এত সমস্যার মধ্যে আমরা শুধু তাদের মুখে হাসিই ফেটানোর চেষ্টাই করতে পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »