নিউজ ডেস্ক »
ক্রিকেট ম্যাচে নিয়মিত রান করেন অনেক ব্যাটসম্যানই। তবে গোটাকয়েক ব্যাটসম্যানের ব্যাটিং দেখলে মনে হয় তারা মাঠকে ক্যানভাস বানিয়ে সেখানে একে যাচ্ছেন দৃষ্টিনন্দন শিল্পকর্ম। তাদের প্রতিটি দৃষ্টিনন্দন শট মনে এনে দেয় প্রশান্তির ছোঁয়া। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোর ৩ সম্পাদক মিলে বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন ১৩ জন ব্যাটসম্যানের তালিকা তৈরি করেছেন। আর এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সৌম্য সরকার এবং লিটন দাস।
ক্রিকইনফোর সিনিয়র সহকারী সম্পাদক কার্তিক কৃষ্ণস্বামীর মতে বর্তমান বিশ্বের সবচাইতে দৃষ্টিনন্দন ব্যাটসম্যান হলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। লিটনের প্রশংসা করে তিনি বলেন, ‘লিটন বিশ্বের সবচেয়ে দর্শনীয় ব্যাটসম্যান এ নিয়ে আর কোন কথা নেই।’ মিঃ কৃষ্ণস্বামী মূলত গত ২০১৯ বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজের সাথে লিটনের খেলা ৬৯ বলে ৯৪ রানের ইনিংসটি সামনে তুলে ধরেন। লিটনের যে ইনিংস দেখে ধারাভাষ্যকার ইয়ান বিশপও বলেছিলেন, লিটন যেন মাঠে বিশ্বের সেরা চিত্রকর্ম মোনালিসা ফুটিয়ে তুলছেন।
লিটনের পাশাপাশি বিশ্বের সবচাইতে দৃষ্টিনন্দন ব্যাটসম্যানের তালিকায় রাখা হয়েছে সৌম্য সরকারকেও। সৌম্যকে এই তালিকায় রেখেছেন ক্রিকইনফোর ভারপ্রাপ্ত সম্পাদক এলান গার্ডনার। সৌম্যকে তিনি বলেন, ‘একজন ক্রিকেটার যার খেলা বেশি দেখা হয়নি তবে যতটুকু দেখেছি তাতে আমি মুগ্ধ হয়েছি, আর সে হল সৌম্য সরকার।’ মিঃ গার্ডনার অবশ্য সৌম্যের ক্যারিয়ারের শুরুর দিক অর্থাৎ ২০১৫ বিশ্বকাপের কথা উল্লেখ্য করেন যেখানে সৌম্যের ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছিল।
এদিকে সৌম্য আর লিটন ছাড়া তাদের তালিকায় স্থান পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, কেন উইলিয়ামসন, জো রুট, জেমস ভিন্স, ডেরেন ব্রাভো, কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা ও বাবর আজম।
তবে বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসনদের তালিকায় সৌম্য-লিটনদের অন্তর্ভূক্তি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য অবশ্যই গর্বের বিষয়।
বাংলাদেশ সময়: ৯:১০ এএম
নিউজক্রিকেট/ডিডিজি