https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি বিশ্বকাপ ২০১৯ আসরে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
পাঁচবারের শিরোপা জয়ী অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে। গত কয়েক মাস ধরে দুর্দান্ত ফর্মে থাকা অজিরা বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সাথে ভারতের বিপক্ষে সিরিজেও জয় নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। তাছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে দেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের প্রত্যাবর্তনও অস্ট্রেলিয়া দলের জন্য বাড়তি শক্তির যোগান দিবে পুরো বিশ্বকাপ জুড়েই। প্র্যাকটিসের সময় চোট পাওয়া ওয়ার্নারের ম্যাচ খেলতে নেই কোনো সমস্যা সেটা নিশ্চিত করেছেন দলের অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ফলে পূর্ণ শক্তিশালী অস্ট্রেলিয়া দলই মাঠে নামছে আফগানদের বিপক্ষে এতে কোনো সন্দেহ নেই।
বরাবরের মত অস্ট্রেলিয়া দলের ব্যাটিং অর্ডার সামাল দিবেন দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ব্যাট হাতে তাকে যোগ্য সঙ্গই দিতে পারেন প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকানো স্টিভেন স্মিথ। সাথে ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিং আর গ্লেন ম্যাক্সওয়েলের ফিনিশিং তো আছেই। ইংলিশ কন্ডিশনে পেসারদের রাজত্বে অজিদের পক্ষে রাজ্য পরিচালনা করতে পারেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। সাথে বাড়তি জ্বালানী হিসেবে অ্যাডাম জাম্পার ঘুর্ণিতে কুপোকাত হতে পারেন আফগান ব্যাটসম্যানরা।
নিজদের হারানোর নেই কিছু, যা পায় বোনাস। এই মন্ত্র নিয়েই সম্ভবত অজিদের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। শক্তির বিচারে যোজন যোজন পিছিয়ে থাকা আফগানরা বেশ কঠিন প্রতিপক্ষের সামনেই যে পড়ছে প্রথম ম্যাচে সেটা আম ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সবারই জানা। আফগান দলের প্রধান শক্তির জায়গা স্পিন বোলিং হবার কারণে তারা থাকবে আরও একটু পিছিয়ে। কেননা যে কন্ডিশনে হচ্ছে বিশ্বকাপ সেখানে স্পিনাররা ধুঁকবে এতা স্বাভাবিক। তাছাড়া টপ অর্ডারে তাদের দুয়েকজন ব্যাটসম্যান ব্যতিত বলার মত নির্ভরযোগ্য ব্যাটসম্যান নেই বললেই চলে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যে শোচনীয় পরাজয় বরণ করে নিয়েছে দলটি সেদিক থেকে বলা চলে আত্মবিশ্বাসেও ঘাটতি থাকবে অজিদের বিপক্ষে ম্যাচেও।
আফগানিস্তানের ব্যাটিং অর্ডার সামাল দিতে দেখা যাবে স্থূলকায় মোহাম্মদ শাহাজাদকে। শাহাজাদকে সাথে নিয়ে রান তোলার ক্ষেত্রে এগিয়ে থাকবেন হজরতউল্লাহ জাজাই ও রহমত শাহ’রা। ফিনিশিংয়ের কাজটা হতে পারে মোহাম্মদ নবীকে দিয়েই। বল হাতে স্পিন বিভাগেই ভরসা আফগানদের। ফলে সেখানে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ খানের সাথে স্পটলাইটে থাকবেন মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীর মত বোলাররা।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের সম্ভাব্য সেরা একাদশ
অস্ট্রেলিয়া: অ্যারোন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, ঝাই রিচার্ডসন।
আফগানিস্তান: মোহাম্মদ শাহাজাদ, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আজগর আফগান, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, সামিউল্লাহ শেনওয়ারি, দৌলত জাদরান, হামিদ হাসান।
শনিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে ব্রিস্টলে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, টেন স্পোর্টস, গাজি টিভি, মাছরাঙা টিভি ও বিটিভি।