মমিনুল ইসলাম »
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৯ বল হাতে রেখেই ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজের সমতায় ফিরলো উইন্ডিজ। ব্যাট হাতে সিমন্সের দৃঢ়তা ও হেটমায়ার ও পুরানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করে উইন্ডিজ।
১৭১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে উইন্ডিজ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সিমন্স ও লুইস মিলে ভারতীয় বোলারদের তুলোধুলো করতে থাকে। দলীয় ৭৩ রানে এসে ভাঙ্গে তাদের উদ্বোধনী জুটি। ওয়াশিংটন সুন্দরের বলে স্ট্যাম্পিং হয়ে ৩ ছয় ও ৩ চারের সাহায্যে ৩৫ বলে ৪০ রান করে সাজঘরে ফিরেন। লুইসের বিদায়ের পর হেইটমেয়ারকে সাথে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে।
তবে খুব বেশি বড় ইনিংস খেলতে পারেননি শিমরেন। তবে ৩ ছক্কার সাহায্যে ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে জাদেজার বলে আউট হয়ে যান শিমরোন। হেইটমায়ারের বিদায়ের পর ঝড় তুলেন নিকেলাস পুরাণ। এর মাঝে দুর্দান্ত এক ফিফটি তুলে নেন লেন্ডল সিমন্স। ৩ ছয় ও ৩ চারের সাহায্যে ৩৮ বলে ফিফটি তুলে নেন সিমন্স। শেষ দিকে আর কেন উইকেট পড়তে দেননি সিমন্স ও পুরাণ। দুইজনে উইকেটে থেকে ৮ উইকেটের জয় নিশ্চিত করে উইন্ডিজ। ৪ ছয় ও ৪ চারে ৪৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকে সিমন্স আর ২ ছয় ও ৪ চারের সাহায্যে ১৮ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন জাদেজা ও সুন্দর।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ও রোহিত শর্মা দারুণ শুরুর আশা জাগালেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ইনিংসের চতুর্থ ওভারে পিয়েরের বলে গত ম্যাচের ৬২ রান করা রাহুল ফিরে যান ১১ রান করে। লোকেশ রাহুলের বিদায়ের পর শিভাম ডুবেকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন রোহিত শর্মা। তবে গত ম্যাচের ব্যর্থ রোহিত শর্মা আজও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। দলীয় ৫৬ রানে ১৮ বলে পরে রান করে হোল্ডারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন রোহিত । রোহিতের বিদায়ের পর শিভাম ডুবেকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান অধিনায়ক বিরাট কোহলি।
বিরাট আসার পরই অবশ্য ফিফটি করে বিদায় নেন শিভাম ডুবে। ৪ ছক্কা ও ৩ চারের সাহায্যে ৩০ বলে ৫৪ রান করে ওয়ালশের বলে ফেরত যান ডুবে। তবে গত ম্যাচের জয়ের নায়ক আজ অবশ্য সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। ২ চারের সাহায্যে ১৭ বলে ১৯ রান করে কেসরিক উইলিয়ামসের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। তার বিদায়ের পর রিশাব পান্টের ঝড়ো ৩৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি গড়ে ভারত।
উইন্ডিজের হয়ে দুুইটি করে উইকেট নেন কেসরিক উইলিয়ামস ও ওয়ালশ আর একটি করে উইকেট নেন পিয়েরে, হোল্ডার ও কটরেল ।
স্কোরকার্ড:
ভারত : ১৭০/৭ ( ওভার ২০) শিভাম ৫৪, রিশাব পান্ট ৩৩*, ওয়ালশ ২/২৮
উইন্ডিজ: ১৭৩/২ ( ওভার ১৮.৩) সিমন্স ৬৭*, পুরাণ ৩৮* জাদেজা ১/২২