নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুন্সিগঞ্জে জন্ম আর মুন্সিগঞ্জেই বেড়ে উঠা। তবে জীবনের তাগিদে পাড়ি জমিয়েছিলেন দুবাইয়ে। তবে ক্রিকেটের প্রতি এক অন্য রকম ভালোবাসা ছিলো সালাহউদ্দিন শাকিলের তাই তো দুবাই ছেড়ে আবারও দেশে ফিরেন ক্রিকেট খেলতে। আর সেই ছেলেটাই কি না ডাক পেলেন বঙ্গবন্ধু বিপিএলের দল ঢাকা প্লাটুনে।
অনুর্ধ্ব ১৯ দলের সাবেক কোচ মিজানুর রহমানের নজরে আসেন শাকিল। এরপর রাজশাহীতে একদিন শাকিলকে বল করতে দেখে অবাক হয়ে যান হাবিবুল বাশার সুমন। আর তাতেই কি কপাল খুলে সালাহউদ্দিন শাকিলের। তারই পরিপেক্ষিতে ২০১৮ সালে অভিষেক হয় বিসিএলে। বিসিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ৩৭ উইকেট তাঁর ঝুলিতে। যেখানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ১৫ রান দিয়ে।
সে বছরই ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে অভিষেক হয় সালাহউদ্দিন শাকিলের। ডিপিএলে ১৮ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। যেখানে ২১ রানে ৪ উইকেট তার সর্বোচ্চ। এছাড়াও ঘরোয়া টি-টোয়েন্টিতে ৪ ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট।
বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুন দলে যুক্ত হতে যাচ্ছেন নতুন খেলোয়াড়। বাংলাদেশ জাতীয় ‘এ’ দলের হয়ে খেলা ক্রিকেটার সালাউদ্দিন শাকিল এইবার ডাক পেয়েছেন বঙ্গবন্ধু বিপিএলে অংশ নেওয়ার জন্য।
বিপিএলের শুরুর দিকে নাম নিয়ে কিছুটা সমস্যা থাকায় শুরু থেকে দলের সাথে যুক্ত হতে পারেন নি তিনি। ভুল সংশোধন করা হলে গত ১৬ ডিসেম্বর ঢাকা প্লাটুন তাঁকে দলে যোগ দেওয়ার আহব্বান জানায়।এরপর ই সালাউদ্দিন শাকিল খেলায় জন্য প্রস্তুত বলে বোর্ড কে জানান।