দুবাইয়ে এহসান-পাপনের বৈঠক

চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে ধোয়াশা চলছেই, খানিক পরপরই বদল হচ্ছে রং। নিরাপত্তা ইস্যুতে লম্বা সফরে যেতে নারাজ বাংলাদেশ। তাই টেস্ট বাদ দিয়ে শুধু সূচিতে থাকা টি-টোয়েন্টি সিরিজই খেলতে চায় বিসিবি। তবে উল্টো পথে হাঁটছে পাকিস্তান। টাইগারদের টেস্টে আতিতেয়তা দিতে চাচ্ছে পিসিবি, যেখানে টি-টোয়েন্টি না খেললেও দোষ ধরছেন তারা।

এ নিয়ে এখন পর্যন্ত সমঝোতার দুয়ার খুঁজে পায়নি দু’পক্ষ। তবে ইতিবাচক হোক কিংবা নেতিবাচক, চূড়ান্ত সিদ্ধান্ত আসছে খুব দ্রুতই। আজ (১৩ জানুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানির সঙ্গে দুবাইয়ে সাক্ষাতে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দু’পক্ষের বৈঠক শেষে বাংলাদেশের পাকিস্তান সফর সম্পর্কে তথ্য জানাবে পিসিবি। মূলত সিরিজের সূচি তৈরীতে চলমান আলোচনার অংশ হিসেবেই দুবাইয়ে দু’পক্ষে শীর্ষ বোর্ড কর্তাদের এই মিটিং।

এদিকে গতকাল (রবিবার) বোর্ড সভা শেষে গনমাধ্যমের মুখোমুখী হন বিসিবি বস। সেখানে পাপনের ভাষ্য, পাকিস্তান সফরের জন্য এখনো সরকারের অনুমতি পায়নি তারা। আপাত দৃষ্টিতে সফরে কোনো টেস্ট খেলতে না চাওয়া বাংলাদেশ আবারো টি-টোয়েন্টির জন্য প্রস্তাব দিবেন বলে জানা গেছে।

গতকাল দুবাই যাওয়ার বিষয়টিও জানান পাপন নিজেই। সেখানে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর এর সঙ্গেও সৌজন্য সাক্ষাতের (সম্ভাব্য) কথা রয়েছে বিসিবি সভাপতির।

উল্লেখ্য; বাংলাদেশ দলকে রাস্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সফরে যেতে নারাজ মুশফিক-রিয়াদরা। দশ বছর পর টেস্ট ফিরেছে পাকিস্তানের মাটিতে। সম্প্রতি প্রথম দল হিসেবে পাকিস্তানে টেস্ট খেলে এসেছে শ্রীলংকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »