নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্দোরের প্রথম পাঁচ দিনের টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে তিন দিনে। স্বাগতিক ভারত ইনিংস ব্যবধান ও ১৩০ রানে জয় লাভ করে। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ নাকানিচুবানি খেয়েছে। তবে টাইগার ঘুড়ে দাড়াতে মরিয়া হয়ে আছে। তাইতো অনুশীলনে মনোযোগ বাড়িয়েছে সকল ক্রিকেটার।প্রথম বারের মতো বাংলাদেশ ও ভারত গোলাপি বলে দিবা রাএির টেস্ট খেলতে যাচ্ছে।
আজ ইন্দোরে গোলাপি বলে অনুশীলন করবে টাইগাররা। হোলকার স্টেডিয়ামে আজ স্থানীয় সময় বিকেল চারটা থেকে অনুশীলন করবে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। সেখানে গোলাপি বলে ঝালিয়ে নিবেন সকল ক্রিকেটার।
আগামী ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। কলকাতার এ টেস্ট ম্যাচকে সামনে রেখে অনেক পরিকল্পনা সাজিয়ে রেখেছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি প্রথম বারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ হওয়ার উদ্যোগ নিয়েছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন কলকাতা যাচ্ছে না। কেননা পাঁচ দিনের টেস্ট তিন দেন শেষ হয়ে গেছে। তাছাড়া টাইগারদের হোটেল ও বিমান আগে থেকে ঠিক করা আছে। তাই পাঁচ দিন শেষ না হওয়া পর্যন্ত অর্থাং নতুন করে হোটেল ও বিমান ঠিক না করে কলকাতা যেতে পারছে না। ইন্দোর থেকে কলকাতায় ১৯ নভেম্বর যাএা করবে টাইগাররা। তার আগের সময় টুকু ইন্দোরে গোলাপি বলে কাটবে বাংলাদেশের।