নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পুরো বিশ্ব জুড়ে চলছে সাকিব ইস্যু। গত ২৮ অক্টোবর আইসিসি থেকে দু বছর নিষেধাজ্ঞা দেওয়া হয় সাকিব’তে, তবে ফিরতে পারেন ১ বছর পর। ক্রিকেট জুয়াড়ির সাথে ফোন আলাপ গোপন রাখায় আইসিসি এ নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এই নিষেধাজ্ঞার চারদিন পর দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে যান।
সাকিব আল হাসান গতকাল (শনিবার) সকাল দশটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে যান। তবে সাকিব কি কারণে দুদকে এসেছেন তা জানা যায় নি। কেননা এ সময় সাকিব গণমাধ্যমকে কিছু জানায় নি। যার ফলে কেউ নিশ্চিত নয় সাকিবের দুদকে আসার কারণ নিয়ে।
তবে দুদক কর্মকর্তা সূত্রে জানা যায়, সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছা দূত। তাকে আইসিসির নিষেধাজ্ঞার পরে শুভেচ্ছা দূত হিসেবে রাখা হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিতেই আলোচনার জন্য দুদকে ডাকা হয়েছে। তবে সাকিব আল হাসান শুভেচ্ছা দূত হিসেবে থাকছেন কিনা তা এখনো জানা যায় নি।