ক্রীড়া প্রতিবেদক »
টি-টোয়েন্টি বিশ^কাপে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ^কাপ মিশন শুরু করা টাইগাররা আত্মবিশ^াস নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে।
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেও টাইগদের ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেছে। ভালো শুরুর পরও মাঝের ওভারে ব্যাটাসম্যারা ছিলেন ব্যর্থ। তা না হলে বাংলাদেশের সংগ্রহটা আরও বেশি হতে পারত। বাংলাদেশ দলের সাকেব ক্রিকেটার অলোকা কাপালি মনে করেন ব্যাটারদের আরও বেশি সময় নিয়ে খেলতে হবে। নিউজক্রিকেট২৪’এর সাথে একান্ত আলাপকালে তিনি জানান ব্যাটারদের লম্বা ইসিংস খেলতে হবে।
কাপালি বলেন, ‘আমার মনে হয় ব্যাটসম্যান যারা আছে তারা যদি একটু সময় নিয়ে খেলতে পারে মাঝখানে যারা আছে তাহলে রান ঠিকই আসবে। সব দলেই কিন্তু দুই-একজন ব্যাটসম্যান লম্বা সময় ব্যাটিং করে। আমাদের টপ ফোরের মধ্যে একজন যদি লম্বা ইনিংস খেলতে পারে তাহলে কিন্তু এমনিতেই ১৬০+ রান হবে।’
দক্ষিণ আফিক্রকার বিপক্ষে ম্যাচে কাপালি একাদশে কিছুটা পরিবর্তন দেখকে চান। একজন অলরাউন্ডার দলে থাকলে সুবিধা হবে বলে মনে করেন কপালি। তিনি বলেন, ‘গত ম্যাচে কিন্তু আমাদের চারজন বোলার কোটা পূরন করেছে। একজন জেনুইন বোলার কম খেলিয়েছে। এই ম্যাচে একজন বোলার যোগ করা যেতে পারে। সেক্ষেত্রে রাব্বিকে বিশ্রাম দিয়ে মিরাজকে একাদশে যোগ করা যেতে পারে। তাহলে একজন বোলারের পাশপাশি ব্যাটসম্যানও পাওয়া যাবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টার্গেট নিয়ে খেলাটাই বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি। কাপালি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টার্গেট নিয়ে খেলাটাই আমাদের জন্য ভালো হবে। কম রানে আটকে সেটা চেজ করাই ভালো। টি-টোয়েন্টিতে টার্গেট নিয়ে খেলাটা ভালো। ব্যাটিং অর্ডারে ব্যাটসমান বেশি থাকলে টার্গেট নিয়ে খেলাটাই ভালো।’