দীর্ঘ ১৪ বছর পর বিকেএসপিতে ফিরলেন নাজমুল আবেদিন ফাহিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ ১৪ বছর পর নিজের সাবেক প্রতিষ্ঠান বিকেএসপিতে ফিরে যাচ্ছেন সদ্য বিসিবি থেকে পদত্যাগ করা নাজমুল আবেদিন ফাহিম। ১৪ বছর আগে বিসিবিতে কর্মরত ছিলেন তিনি তবে বিসিবি পাড়ায় তাকে ডাকায় তিনি বিকেএসপি ছেড়ে বিসিবিতে যোগ দিয়েছেন। বিসিবি ছেড়ে বিকেএসপিতে ক্রিকেট এডভাইজার হিসেবে যোগ দান করেছেন।

নাজমুল আবেদিন ফাহিম নামটা ক্রিকেট পাড়ায় বেশ পরিচিত নাম। ক্রিকেট পাড়ায় তাকে সবাই নাজমুল আবেদিন ফাহিম স্যার। গত ৩০ শে সেপ্টেম্বর বিসিবির সাথে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার পদ ছেড়ে বিসিবিকে বিদায় জানিয়েছেন তিনি। নিজের কাজের পরিধি কমে যাওয়ায় বিসিবিকে বিদায় বলেন তিনি। তিনি সবসময় ক্রিকেটারদের সাথে কাজ করতে ভালোবাসেন কিন্তু বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে থাকায় সেই সুযোগটা কমে গেছে একদমই।

জীবনের শুরুতে ছিলেন বিকেএসপির কোচ সেখানে নিয়মিত কাজ করতেন তিনি। আজকের সাকিব আল হাসান ও মুশফিকদের মত অনেক ক্রিকেটার তৈরীর কারিগর তিনি। এখনও মুশফিকুর রহিমদের মত ক্রিকেটাররা নিজের ব্যাটিং নিয়ে সমস্যায় পড়লে এখনো ছুটে যান ফাহিম স্যারের কাছে।

নাজমুর রহমান দুর্জয়, কোচ সালাহউদ্দিন, সৌম্য সরকার,শুভ,শামসুর রহমান,লিটন দাসরা এই ফাহিম স্যারের বিকেএসপির ছাত্র। বিকেএসপিতে ফিরেই খেলোয়াড়,কোচসহ অন্যান্য সকল কর্মকর্তাদের সাথে ইতিমধ্যে দেখা করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »