নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিল্লিতে দিওয়ালি পরবর্তী সময়ে পরিবেশ অনেকটাই দূষিত। যার প্রতিফলন আজকের অনুশীলনে দেখা গেছে৷ অনুশীলন মুহূর্তে খেলোয়াড়দের অবস্থা করুণ ছিলো। দূষণের কারণে প্রচুর সমস্যা হচ্ছিলো। পরবর্তীকালীন সময়ে সবাইকে মাস্ক পড়ে অনুশীলন করার কথা বলেন টিম ম্যানেজমেন্ট। এদিকে সমর্থকমহলে শুরু হয়েছে গুঞ্জন, টি-২০ দিল্লিতেই হবেতো?
বর্তমানে যে অবস্থা, প্রথম টি-২০ শুরু হবে আগামী ৩ নভেম্বর। টিকিট কাটাসহ সমস্ত প্রস্তুতি নেওয়া শেষ। এমন অবস্থায় খেলা আদৌ হবে কিনা এ-ই নিয়েই ছিলো যত সংশয়। কিন্তু আশার বাণী শোনালেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া বিবৃতিতে সৌরভ বলেন, ‘সঠিক সময়েই আয়োজিত হবে ম্যাচ।’ বৃহস্পতিবার গণমাধ্যমকে এই বার্তা দেন তিনি।
এর আগে কেজরিওয়াল সোমবার সাংবাদিকদের বলেন, ‘আশা করছি দূষণ ক্রিকেটে সমস্যা তৈরি করবে না। নভেম্বর মাসের ৪ তারিখ থেকেই ফের একবার জোড়-বিজোড় নীতি চালু করা হচ্ছে।’
গত সপ্তাহে সংবাদসংস্থা পিটিআইয়ে এক বোর্ড কর্তা বলেন, ‘দিল্লিতে দিওয়ালি পরবর্তী বায়ু দূষণের কথা আগেই ভাবা হয়েছিল। তবে ম্যাচ যেহেতু দিওয়ালির আরও এক সপ্তাহ পরে, ক্রিকেটাররা কোনো সমস্যায় পড়বে না।’
২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লিতে ম্যাচ আয়োজন করতে গিয়ে বিপাকে পড়েছিল বোর্ড। ফিরোজ অরুন জেটলিতে শ্রীলঙ্কান ক্রিকেটারদের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিলো। এমনকি কয়েকজন মাঠেই বমি করা শুরু করে দিয়েছিলেন। পরে তারা মাঠ ছাড়তে বাধ্য হন। এ কারণে বোর্ড হতে দিল্লির দূষণ নিয়ে পরিবেশবিদদের চিঠি পাঠানো হয়েছিল। দিওয়ালি পরবর্তী সময়ে টি-২০ ম্যাচ আয়োজন করা যাবে কিনা? এ নিয়ে সবাই একপ্রকার উদ্বেগ এ ছিলেন।
সবাইকে আশ্বস্ত করে সৌরভ বলেন, ‘সব প্রস্তুতি নেওয়া শেষ, টিকিট বিক্রি সহ, গ্যালারি প্রস্তুত, মাঠ প্রস্তুত, ম্যাচের সকল আয়োজন ও সম্পন্ন। এমন অবস্থায় শেষ মুহূর্তে ম্যাচ ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। পরিবেশবিদেরা বলেছেন খুব দ্রুতই এ-ই সমস্যার সমাধান হবে। আর ম্যাচে এ-র কোন প্রভাব পড়বেনা। অতএব আমরা আশাবাদী যে ম্যাচ যথাযথ সময়ে শুরু হবে।’
এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘এই মৌসুমে আগেও এই সমস্যার উদ্ভব ঘটেছিল। সেই সময়েও কিন্তু ম্যাচ আয়োজন করা হয়েছিল। দিল্লিতে নির্ধারিত সূচি মেনেই খেলা উচিত।’
গম্ভীরও ম্যাচ আয়োজনের ব্যাপারে বলেন, ‘দিল্লির বাসিন্দাদের আরও বেশি দূষণ নিয়ে সচেতন হওয়া প্রয়োজন।’
অতএব একপ্রকার আশাবাদী ম্যাচ শুরুর আগেই উক্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর যথাযথ সময়েই ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে দূষণের কারণে ম্যাচের উপর কোন প্রভাব পড়বেনা।