দিবারাত্রির টেস্টে ওয়ার্নারের ত্রি-শতক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে নতুন মাইলফলক স্পর্শ করলেন ডেভিড ওয়ার্নার। টেস্টের প্রথম দিনের দেড় শত রানের ইনিংসকে দ্বিতীয় দিনে রূপ দিলেন ত্রি-শতকে। এই ইনিংসের মাধ্যমে ক্যারিয়ারে প্রথম বারের মতো নাম লেখালেন ত্রি-শতকের ইনিংস খেলার রেকর্ডে।

বৃষ্টির বিঘ্নিত ম্যাচে অ্যাডিলেডে প্রথম দিনের খেলা পুরোপুরি মাঠে গড়ায়নি। ফলে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিন একটু আগেই শুরু হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তান মধ্যকার ম্যাচ। প্রথম দিন ১৬৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করে ডেভিড ওয়ার্নার। আরেকপ্রান্তে তার সঙ্গী ছিলেন মারনাস লাবুশেন। ১৬২ রান করে আউট হয়ে ফিরেন লাবুশেন। তবে অপরাজিত থাকা ওয়ার্নার টেস্টের দ্বিতীয় দিনে ছুয়ে ফেলেন ক্যারিয়ারের প্রথম ত্রি-শতক।

এই রিপোর্ট লেখাকালে টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ৩৩০ রানে অপরাজিত ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫৮০/৩।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »