নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক কলকাতার ইডেন গার্ডেনে। তবে এই ম্যাচটিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু অন্য জায়গায়। এই ম্যাচটির মূল আকর্ষণ হচ্ছে এই টেস্টটি অনুষ্ঠিত হবে দিবা রাত্রি। আর ভারত ও বাংলাদেশ দুই দলের জন্য এটি হতে যাচ্ছে প্রথম দিবা রাত্রি টেস্ট ম্যাচ। এর আগে দুইদল কখনোই দিবা রাত্রির টেস্ট ম্যাচ খেলেনি।
মূলত এই টেস্ট ম্যাচটি সাধারণ টেস্ট ম্যাচের মতো দিনেই হওয়ার কথা ছিলো। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির আসন অলংকৃত করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও খেলোয়াড় সৌরভ গাঙ্গুলী। আর তিনি দায়িত্বে এসেই এক যুগান্তকারী পদক্ষেপ নেন। টেস্ট ক্রিকেটের অভিনব এক যুগে দিবা রাত্রির টেস্টে অনেক দল প্রবেশ করলেও ভারত এখনো প্রবেশ করে নি। আর তাই সৌরভ গাঙ্গুলী ভারতকে প্রবেশ করানোর সিদ্ধান্ত নেন আর প্রতিপক্ষ হিসেবে বেছে নেন বাংলাদেশকে।
এই দিবারাত্রির টেস্টে লাল বল বা সাদা বলের ব্যবহার হয় না বরং ব্যবহার করা হয় গোলাপী বলের। ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জাগে যে কেন দিবা রাত্রির টেস্টে গোলাপী বলে খেলা হয়। আর আজ আপনাদের জানাবো কেন গোলাপি বলেই দিবা রাত্রির টেস্ট খেলা হয়?
২০০০ সালে এক প্রথম শ্রেণীর ক্রিকেটে বেসরকারি টেষ্ট ম্যাচে সর্বপ্রথম অনুষ্ঠিত হয় এই গোলাপি বলে। তবে গোলাপি বলে খেলা প্রথম স্বীকৃত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৫ সালে অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে। দিনের যে টেস্ট হয় সেখানে লাল বলে খেলার কারণ হচ্ছে সকালে লাল বল দেখতে বেশি সুবিধা হয়। আর সীমিত ওভারের ক্রিকেটে দিবা রাত্রির ম্যাচে সাদা বলের ব্যবহার হয়। তবে প্রশ্ন আসতেই পারে দিবা রাত্রির টেস্টে কেন সাদা বল ব্যবহার হয় না। এর মূল কারণ হলো টেস্টে খেলোয়াড়েরা সাদা পোশাকে খেলে যার কারণে তা দেখতে সমস্যা হয়। আর সীমিত ওভারের ক্রিকেটে রঙিন পোশাক তাই দেখতে সমস্যা হয় না। আর গোলাপি বলে দিন ও রাত দুই সময়েই দেখতে সুবিধা হয়। আর তাই সাদা বলের চেয়ে গোলাপি বলে দৃশ্যমানতা বেশি। তাই গোলাপি বল এগিয়ে। আর ৮০ ওভারে পর বোলিং টিম বল পরিবর্তন করতে পারে তাই সাদা বল বেশি ময়লা হলেও গোলাপি বলে তুলনামূলক কম ময়লা হয়। মূলত গোলাপি বলের পালিশ বেশি থাকে। যার কারণে ময়লা কম হয় ও বল পুরোনো হলেও ফ্লাডলাইটে দেখা বেশি যায়। আর গোলাপি বলের সুইং লাল বলের চেয়ে বেশি হয় মেঘলা পরিবেশে।