নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা নিজেদের ধর্মঘট অব্যাহত রেখেছে। সারাদিন নানা গুঞ্জন ও আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে গুলসানের একটি অভিজাত হোটেলে আবারো সংবাদ সম্মেলন ডাকে ক্রিকেটাররা। এ সময় তারা মোট ১৩ দফা দাবি উপস্থাপন করেন। যদিও আগে এই দাবি ছিলো ১১ দফা।
ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে তাদের ১৩ দফা দাবি উপস্থাপন করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। আগের দাবিগুলোর সাথে নতুন করে যুক্ত হয়েছে আরো ২ টি দাবি। ক্রিকেটারদের মুখপাত্র সংবাদ মাধ্যমের সামনে প্রতিটি দাবি উপস্থাপন করে এগুলো বাস্তবায়নের কথা জানান। ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধি, কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ সহ গ্রাউন্ডসম্যানদের বেতন বৃদ্ধির কথাও দাবিতে উল্লেখ করা হয়।
এছাড়া ২ টি বা তার বেশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট খেলতে দেওয়ার কথা এই ১৩ টি দাবির মধ্যে ছিলো। এর বাইরে বোর্ডের লভ্যাংশের হিসেব ও লভ্যাংশের ভাগ ক্রিকেটারদের দেওয়ার কথা উল্লেখ করা হয়।
মুখপাত্র মুস্তাফিজুর রহমান আরো বলেন, এই দাবি গুলো মেনে নিলে যত দ্রুত সম্ভব মাঠে ফিরবেনন ক্রিকেটাররা। এবং পূর্বনির্ধারণ সকল সূচি অনুযায়ী সবকিছুতেই অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনের শেষের দিকে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও। সাকিব বলেন, তাদের এই দাবি মেনে নিলে মাঠের ক্রিকেটে ফিরতে আর কোন অসুবিধে নেই ক্রিকেটারদের। একইসাথে বোর্ডের সাথে তারা যত দ্রুত সম্ভব আলোচনায় বসবেন এ ব্যাপারে।