মমিনুল ইসলাম »
বঙ্গবন্ধু বিপিএলের বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল মাতাবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলীয় সাফল্যের প্রতি চোখ তো থাকবেই সেই সাথে ব্যক্তিগত পারফর্মেন্সের দিকেও নজর থাকবে তার। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অফিসিয়াল অনুশীলনে আসেন সোহান। অনুশীলন শেষে তিনি জানিয়েছেন যে ৫০ কিংবা ১০০ রান করে দল না জেতাতে পারার থেকে আমি মনে করি ১০ রান করে দল জেতানো গুরুত্বপূর্ণ।
আসন্ন বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে অনুশীলন করছেন দল গুলো। জাতীয় দলের টি-টোয়েন্টি দল সাজাতে সবচেয়ে বেশি চোখ রাখা হয় বিপিএলে। বিপিএলে যারা ভালো খেলে তাদের দিকেই চোখ থাকে নির্বাচকদের। তাই তো বিপিএলে নিজেদেরকে মেলে ধরতে মুখিয়ে থাকে ক্রিকেটাররা। তাদের মাঝে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান একজন। বিপিএলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন বেশ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সোহান৷ তিনি বলেন, ‘সবাই ৫০ কিংবা ১০০ রানের দিকে চোখ রাখে। আমার কাছে মনে হয় ১০ রান করে দল জেতানোটাই গুরুত্বপূর্ণ। ৫০ কিংবা ১০০ রান করার পরও যদি দল হারে তাহলে সে রানের গুরুত্ব কোথায়।’
তিনি আরও বলেন, ‘আমি কিছু কিছু জিনিস একটু অন্যভাবে চিন্তা করি। আমার কাছে মনে হয় নিজের উপর নিজের সন্তুষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দশ রান করে ম্যাচ জেতাতে পারলেই আমি সন্তুষ্ট। জাতীয় লিগ বা এ দলের হয়ে ভালো খেলেছি। কিছু বড় ইনিংসও ছিলো। চেষ্টা থাকবে ভালোভাবে ফিনিশ করার।’
জাতীয় দলের জার্সিতে প্রায় বছর দুয়েক হলো দেখা মিলেনা সোহানের। জাতীয় দলে না ফেরা নিয়ে আক্ষেপ নেই সোহানের বরং বিপিএলের চ্যালেঞ্জকে বেশ উপভোগ করতে চান তিনি। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ বলুন আর চাপ বলুন দুইটাই নিতে আমি বেশ স্বাচ্ছন্দ্যেবোধ করি। যখন এসব সামনে আসে তখন অনুভূতিটা দারুণ থাকে। সত্যি বলতে চাপ নিতে কিংবা চ্যালেঞ্জ নিতে উপভোগ করি।’