https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ক্রিকেট কিংবা ফুটবল যেকোনো খেলার কথাই বলা হোক না কেন ফিটনেস যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের একটি তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সবসময় সেটা নিজের অনুকূলে থাকে না। কখনও মাঠে নামার পর আবার কখনও মাঠে নামার আগে অনুশীলনেই বাধা হয়ে আসে এই ‘ইনজুরি’।
আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শিকার হয়েছেন চোটের। সেই চোট কাটিয়ে শেষ পর্যন্ত ফাইনালে মাঠে নামতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়।
তবে ম্যাচের আগের দিন (২৩ সেপ্টেম্বর) জানালেন তিনি যদি দশ ভাগ ফিটও থাকেন তাহলেও দেশের জার্সিতে মাঠে নামবেন তিনি! এর কারন হিসেবে যুক্তি দিয়েছেন তার দেশপ্রেমকে।
রশিদ খান বলেন, ‘ম্যাচ খেলার জন্য দশ ভাগ সুযোগ পেলেও আমি মাঠে নামবো। আমার দেশকে আমি ভালোবাসি।’
‘চোট নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওইদিন বল করা উচিত হয়নি। কিন্তু আমার দেশের জন্য আমি যেকোনো কিছুই করতে পারি। অ্যাপেন্টিসাইডিসের অপারেশনের ৪ দিন পর আজগর আফগান কীভাবে বিশ্বকাপ খেলেছে সেটা দেখেছি আমি। তাই দশ ভাগ সুযোগ থাকলেও খেলবো আমি।’– বলেন রশিদ খান