দলের সমস্যা খুঁজে বের করবে বিসিবি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

নিজেদের বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দল পাড়ি জমিয়েছে শ্রীলঙ্কায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দল পারফরম্যান্স করতে পারেনি নিজেদের সামর্থ্য অনুযায়ী। লঙ্কানদের বিপখে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে যে লজ্জায় ডুবেছে বাংলাদেশ সেটা থেকে বের হয়ে আসতেও হয়তো সময় লাগবে বেশ কিছুদিন।

এদিকে দলের এমন দৈন্যদশা কেন হয়েছে সেটা খতিয়ে দেখার কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তাছাড়া দলের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের কথাও জানান তিনি।

জালাল ইউনুস বলেন, ‘আমাদের আসল চেহারা এটা নয়। আমরা এরচেয়ে ভালো খেলি অবশ্যই। ক্রিকেটে একটা সিরিজ খারাপ যেতেই পারে। তবে কিছু জায়গায় সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানে সিরিয়াসলি কাজ করতে হবে। ভালো ফিল্ডিং হওয়াটা খুবই জরুরি।’

‘আমরা দেখেছি তারা দল হিসেবে খেলেনি। কেন তারা দল হিসেবে খেলেনি সেটা আমরা খতিয়ে দেখবো।’ -বলেন জালাল ইউনুস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »