দলের সবাই পারফর্ম করার জন্য মুখিয়ে আছে : মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল (১৪ নভেম্বর) থেকে ইন্দোরে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়ন শিপের যাত্রা।

টেস্ট পরিসংখ্যানে ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। তবে এই সিরিজে প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না অধিনায়ক মুমিনুল হক। সিরিজের হারানোর কিছু নেই, সবাই জয়ের জন্য মাঠে নামবে – বলছেন মুমিনুল।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমাদের হারানোর কিছু নেই তাই আমরা বেশি চাপেও থাকব না। প্রত্যাশা নাই মানে এই না যে জয়ের আশা নেই। সবাই জয়ের জন্যই মাঠে নামে। আমরা ভারতের মাটিতে খেলার যে সুযোগটা পাচ্ছি সেটাকে উপভোগ করে খেলে যেতে হবে।’

দলে সবাই পারফর্ম করবে, ভালো কিছু করবে এমন আশা ব্যক্ত করেছেন অধিনায়ক মুমিনুল হক।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে তাও আবার ভারতের বিপক্ষে। সবাই পারফর্ম করার জন্য মুখিয়ে আছে, দলকে ভালো কিছু দেয়ার জন্য। আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। ভালো কিছু করার আশা রাখছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »