ক্রীড়া প্রতিবেদক »
এশিয়া কাপে সুপার ফোরে খেলতে দলেরে সঙ্গে যোগ দেবেন ওপেনার লিটন দাস। সোমবার (০৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা ছাড়াবনে লিটন। তবে লিটনের দলের যোগ দেয়া ব্যাপারে কিছুই জানেন না বিসিব সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার বিকেল নিজের ধানমন্ডিতে সাংবাদিনকদের একথা জানান বিসিব সভাপতি। তিনি জানান তাকে না জানিয়ে লিটনকে পাকিস্তানে পাঠানো তিনি রীতিমেতা অবাক হয়েছেন। নির্বাচকদের সঙ্গে আলাপকালেও তারাও পাপনকে কিছু জানাননি।
পাপন বলেন, ‘আমার জানা নেই, আমি এই খবরই শুনিনি। ওর সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, আমাকে তো বলেনি। আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম। আমার বাসায় নির্বাচকরা আজ এসেছিল, তারাও তো এ ব্যাপারে বলল না।’
তিনি আরও বলেন, ‘কীভাবে যাবে (লিটন)? (আমার) অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা… আমার কাছে একদম… (বিস্ময়কর)।’
আরএ/নিউজক্রিকেট২৪