দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলা উচিত : সাকিব

নিউজ ডেস্ক »

তামিম ইকবালকে ছাড়া বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। দল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার পরই বিশ্বকাপে না থাকার ব্যাপারে খোলামেলা কথা বলেছেন তামিম। ১২ মিনিটের একটি ভিডিও বার্তায় তামিম জানান, বিসিবির একজন উধ্বর্তন কর্মকতা তাকে আফগানিস্তানের বিপক্ষে না খেলার কথা জানান। পরে তামিম কারণ জিজ্ঞেস করলে তাকে বলা হয় তামিমকে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে হবে। এমন প্রস্তাবে মেজাজ হারিয়েছিলেন বাংলার এই ড্যাশিং ওপেনার।

তবে তার ঠিক ঘন্টা পাঁচেক পরেই মিডিয়ার মুখোমুখি অধিনায়ক সাকিব আল হাসান। তামিমকে দেয়া এমন প্রস্তাবের প্রসঙ্গে সাকিব বলেন, ‘এরকম প্রস্তাব দিলে কি কোনো দোষের কিছু আছে নাকি এরকম প্রস্তাবই দেয়া যাবে না। দল আগে নাকি কোনো ব্যক্তি আগে? রোহিত শর্মা একটা প্লেয়ার ওপেনিং থেকে নাম্বার সেভেন পর্যন্ত খেলেছে। সে ১০ হাজার রান করে ফেলেছে। ও যদি তিন-চারে খেলে বা ব্যাটিং অর্ডারে ব্যাটিংয়ে নামে তাহলে কী খুব বেশি প্রবলেম হয়? এটা আসলে আমার কাছে মনে হয় বাচ্চা মানুষের মতো… আমার ব্যাট আমিই খেলবো… আর কেউ খেলতে পারবে না। দলের প্রয়োজনে যে কারোর যে কোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত। দল সবার আগে। আপনি একশো করলেন দুইশো করলেন এটা কোনো পার্থক্য গড়ে দেয় না।’

এছাড়া তামিমের ফিটনেস ইস্যু নিয়ে তামিম ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি কথাকে টেনে বলেছেন ‘ধোনি একটা কথা বলেছিলেন, শতভাগ ফিট না হয়ে খেলতে নামার অর্থ হচ্ছে আপনি দলের সাথে চিট করছেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »