দলের পারফরম্যান্স নিয়ে যা বললেন সাকিব আল হাসান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। ফলে লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হার বরণ করে নেয়াতে টানা চার ম্যাচে হারের স্বাদ নিতে হয়েছে বাংলাদেশ দলকে। শুধু তাই নয় মাশরাফি, সাইফউদ্দিনদের অনুপস্থিতিও ভালোই টের পাচ্ছে পুরো দল।

বিশ্বকাপে বাংলাদেশের ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিলেন সাকিব আল হাসান। তবে ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় লঙা সফরে যেতে পারেননি তিনি। কিন্তু দলের সব খোঁজ রেখে সাকিব আল হাসান জানালেন দলের এমন পারফরম্যান্সের কারণে যেন ভক্তরা সমর্থন দেয়া থেকে পিছ পা না হন।

সাকিব জানান, ‘দুটি ম্যাচ হেরেছে বলে যে সব শেষ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন নয়। ক্রিকেটারদের পাশে থেকে উৎসাহ দিয়ে যেতে হবে সবসময়।’

‘বিশ্বকাপের তিন-চার মাস আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম আমি। শেষ পর্যন্ত এই প্রস্তুতি কাজে লেগেছে বিশ্বকাপে। সাথে দেশের মানুষের সমর্থন তো ছিলই। ভালো খেলতে হলে চাপকে জয় করে উপভোগ করে খেলতে হয়।‘ -বলেন সাকিব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »