https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট ৩। পয়েন্ট টেবিলেও নাজুক অবস্থাই বলা চলে টাইগারদের। ত্রিদেসিয় সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয়। তবে এরপরই যেন খাপছাড়া ব্যাটিং এবং বোলিংয়ের কারণে হারের হতাশায় ডুব। সেই হতাশার মাত্রা আরও বেড়ে গেছে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায়। তাই স্বভাবিকভাবেই ক্রিকেটাররা মানসিক দিক থেকে কিছুটা কিছুটা বিপর্যস্ত থাকার কথা।
এদিকে আসরে টিকে থাকার লড়াইয়ে আজ (সোমবার) টাইগাররা মাঠে নামছে ক্যারিবিয়ানদের বিপক্ষে। টনটনের এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেটাররা কতটা প্রস্তুত? কিংবা ক্রিকেটারদের মানসিক অবসাদ দূরই বাঁ হয়েছে কতটুকু? এসব প্রশ্নের উত্তর দিলেন দলপতি মাশরফাই বিন মুর্তজা।
মাশরাফি বলেন, ‘শারীরিকভাবে সবাই ঠিক আছে আশা করি। তবে মানসিক ব্যাপারটা আসলে নির্ভর করছে আলাদা আলাদা ব্যাক্তির উপরেই। অনেক সময় নিজে খারাপ থাকলেও অভিনয় করতে হয়। তাই আমি আশা করি বিশ্বকাপে ভালো করতে হলে একজন বা দুইজনের পক্ষে তা সম্ভব নয়। এক-দুইজনের দায়িত্বও না এটা। তাছাড়া যার খারাপ যাচ্ছে তারও এটা ভাবার কিছু নেই যে সব দায়িত্ব তার একার। এভাবে ভাবলে হবে না।
‘বিশ্বকাপ জয়ী দলেও দেখবেন সবাই একই রকম খেলতে পারে না, উঠানামা থাকেই। যত সম্ভব দলের জন্য ভালো হয় সেই লক্ষ্য রাখা দরকার, আমিও চেষ্টা করছি। একটা জ্যই হয়তো দলকে আরও বুস্টআপ করে দিবে।’