সানিউজ্জামান সরল »
হঠাৎ একদিন খবর ভেসে এলো, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজীবনের জন্য নিজের নাম মুছে ফেলছেন ডি ভিলিয়ার্স। ফর্মের তুঙ্গে থাকা এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের অবসর নেয়ার এই অপ্রত্যাশিত খবর শ্রবণ করে ক্রিকেট পাড়া হয়েছিলো কয়েক মূহুর্তের জন্য স্তম্ভিত। হবেই বা না কেন? তিনি যে আধুনিক ক্রিকেট সৌন্দর্যের আরেক নাম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের যাওয়ার পরেও, দাপটের সাথে মাতিয়ে আসছেন বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেট। তার ক্রিকেট শক্তির গভীরতা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তাইতো ক্রিকেটপ্রেমীরা ডি ভিলিয়ার্সকে আন্তর্জাতিক ক্রিকেটে বড্ড মিস করছে। তবে হয়তো এবার ক্রিকেটপ্রেমীরা একটা ভালো খবর পেতে যাচ্ছে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে নতুন কোচের দায়িত্ব পেয়েছেন আফ্রিকারই সাবেক ক্রিকেটার কার্ক বাউচার। নবনিযুক্ত এই কোচ দায়িত্ব পেয়েই ভিলিয়ার্সকে ফেরাতে এরইমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করে দিয়েছেন।
বাউচার জানান, আমি তাকে জাতীয় দলে ফিরতে অনুরোধ করবো। বাউচারের ভাষ্যমতে, ‘দেখেন একজন কোচ হিসেবে তো অবশ্যই সেরা তারকাকে দলে দেখতে চাইবো। আর এটা স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকা রাগবির দিকে তাকালে আপনি দেখতে পারবেন, কিভাবে তারা চ্যাম্পিয়ন হল। বিশ্বের বিভিন্ন দেশে খেলে বেড়ানো খেলোয়াড়রা যে অভিজ্ঞতা লাভ করেছিল, তা ছিল আমূল্য। কোচ হিসেবে আমিও দলের গভীরতা বৃদ্ধির সুযোগ নিতে চাই। আমি মনে করি, এটা দলের সবাইকেই নিজের অবস্থান বুঝাতে শেখাবে।’
বাউচার তার দলে ভিলিয়ার্সদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের চায় বলে তিনি জানায়, ‘একটা দল বিশ্বকাপ খেলতে গেলে, সেই দলের কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবাই চায় দলটা যাতে পরিপূর্ণ হয় এবং শক্তিশালী হয়। আমার যদি মনে হয়, ভিলিয়ার্স আমার দলের অন্যতম সেরা খেলোয়াড় তাহলে আমি তার সঙ্গে কেন কথা বলবো না? আমি ওর সঙ্গে অবশ্যই আলোচনা করবো।’