https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সাধারণত দেশের মাটিতে টেস্ট ম্যাচ হলে ধরেই নেয়া হয় উইকেট থাকবে স্পিন নির্ভর। শুধু বাংলাদেশই নয় উপমহাদেশের কোথাও খেলা হলে স্পিনাররা পেয়ে থাকে বাড়তি সুবিধা। অন্যদিকে চট্টগ্রামে যদি ম্যাচটা হয় তাহলে তো বাড়তি একজন স্পিনার দলে থাকাটা জলের মতই পরিষ্কার।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একমাত্র টেস্টের ১৪ সদস্যের স্কোয়াডে ৩ জন পেসারের সাথে রয়েছেন ৪ জন স্পিনার। তবে শেষ পর্যন্ত কারা থাকছেন একাদশে সেটা জানা যাবে ম্যাচের দিনই।
অন্যদিকে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গেভেলত কাজ শুরু করলেও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি আসবেন আরও পরে। তাইতো স্পিন বিভাগের দেখভাল করার জন্য সাকিবের কাঁধেই দায়িত্ব দিলেন ল্যাঙ্গেভেল্ট। পেস বোলিং কোচ বলেন, ‘এমন কন্ডিশনে স্পিনাররাই ভালো করবে। একাদশে কয়জন পেসার বা স্পিনার খেলবে তা বলা কঠিন। পেসারদেরকে আমি প্রস্তুত রাখছি। নতুন বল কীভাবে কাজে লাগাতে হবে তা শেখাচ্ছি। দল গঠন করা তো আমার কাজ নয়। অধিনায়ক সাকিব যা ভালো মনে করবে তাই হবে।’
শুধু দেশের মাটিতেই নয় বিদেশের মাটিতেও বাংলাদেশের পেসাররা ভালো করবে বলে বিশ্বাস ল্যাঙ্গেভেল্টের। ‘টেস্টে ভালো করতে হলে ধারাবাহিকতা প্রয়োজন। একই লাইন ও লেন্থে বল করে যেতে হবে লম্বা সময় ধরে। মাঝেমধ্যে বাইরেও অনেক গতিতে বল করতে হবে। এরকম বোলার আমাদের আছে। ভারত সফর থেকেই আমরা বিদেশের মাটিতে ভালো করব।’