নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ‘এ’ ক্যাটাগরি থেকে কোন ক্রিকেটারকে দলে না নিয়ে বেশ আলোচনা-সমালোচনা মুখে পড়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। তবে খেলার মাঠেই নিজেদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছে পদ্মার পাড়ের এই দলটি।
শেষ ম্যাচে হারলেও প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে রয়েছে তারা। নিজেদের এমন ভালো শুরুটা ধরে রাখতে চান দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও শতভাগ দিয়ে খেলতে চান তিনি।
সোহান বলেন,”সত্যিকার অর্থে আমাদের শুরুটা ভালো হয়েছে। প্রথম দুইটা ম্যাচেই ভালো দলের বিপক্ষে জিতেছি। তিন নম্বর ম্যাচটা হেরেছি। আমার কাছে মনে হয় বাকি যে ম্যাচগুলো আছে সবগুলোই গুরত্বপূর্ণ। আমরা আমাদের শতভাগ দেব। জেতার জন্যই মাঠে নামবো।”
টুর্নামেন্টের তিন ম্যাচেই রাজশাহী একক পারফরমেন্সের চেয়ে দলীয় পারফরম্যান্স করে জয়লাভ করেছে। তাদের কাছে দলীয় পারফরমেন্সই গুরুত্বপূর্ণ।এ বিষয়ে সোহান জানান,”আমার কাছে মনে হয় বিশেষ করে টি-টোয়েন্টিতে টিম স্পিরিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, দল হিসেবে খেলাটা। আমরা সেটা পারতেছি এবং আশা করি শেষ পর্যন্ত সেটা চালিয়ে নিতে পারবো।”
পরবর্তী দুই তিনটি ম্যাচ নিজেদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সোহান তার ভাষ্য,”প্রতিটি টুর্নামেন্টই বড়। যেহেতু ৭-৮ টা ম্যাচ আছে এখানে মোমেন্টামটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এটাই চেষ্টা করবো পরের ম্যাচটা জিতে মোমেন্টামটা আমাদের দিকে নিয়ে আসার। পরের ২-৩ টা ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঐই ২-৩ ম্যাচের উপরই টুর্নামেন্টে আমাদের অবস্থা কোথায় থাকবে এসব নির্ভর করবে।”