দলীয় কোন্দল নিয়ে মুখ খুলেছেন সাকিব

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ মিশন চলাকালে নানা ধরণের বিতর্ক ঘিরে ধরে দলকে। যেখানে সবচেয়ে বড় ইস্যু তৈরি করা হয়েছিল দলীয় কোন্দলকে। একদিকে সাকিব আল হাসানের সাথে মাহমুদউল্লাহ রিয়াদের দ্বন্দ্ব অন্যদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের বিপক্ষে অভিযোগ ওঠে অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে না খেলতে চাওয়ার অভিযোগ। এমন অভিযোগের কথা অবশ্য বরাবরই অস্বীকার করে  আসছিলেন সাইফউদ্দিন।

তাছাড়া সম্প্রতি মাহমুদউল্লাহও জানিয়েছেন সাকিবের সাথে তার কোনো দ্বন্দ্ব নেই। এই ইস্যুতে সাকিব এতদিন মুখে কুলুপ এঁটে বসে থাকলেও এবার মুখ খুলেছেন। দেশের দৈনিক প্ত্রিকা প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে দলের অন্তরকোন্দল নিয়ে মুখ খুলেন।

সাকিবের ভাষ্য, ‘লুকোচুরি করার কিছু নেই এখানে। যে এই বিষয়টা বলেছে বা সংবাদ করেছে সে ঠিক করেনি কাজটা। বিশ্বকাপের সময় সাইফউদ্দিনকে নিয়ে একটি সংবাদ ছাপা হয়, সে নাকি বড় দলের বিপক্ষে ভয়ে খেলবে না। এসব খবর কি ভালো? যারা দলে ছিল তারাই জানে এই নিউজ কে করিয়েছে। সাইফউদ্দিন কি খেলেনি? একটা দলকে মানসিকভাবে ভেঙে দিতে এসবই যথেষ্ট।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আমি সাংবাদিকদের দোষ দিচ্ছি না। যে তথ্যটা ভেতর থেকে গেছে সেটা খারাপ। কখন জানবেন আপিনি? যখন আমি আপনাকে বলবো, যখন বলবে তখনই জানবেন। যখন এইসব খবর দলের বাইরে যাবে তখন ভালো করার সম্ভাবনা থাকলেও সেটা কমে যাবে। আমাদের ফলাফলেও এটা প্রভাব ফেলেছে।’

সাকিব বিতর্কিত এমন কিছুই বলেননি সেটাও জানালেন। ‘প্রথমত আমি এমন কিছু বলিনি। যদি বলেও থাকি তাহলে সেটা যে বাইরে এলো এর দায় কে নেবে? দলের ভেতর আলাপ আলোচনা হতেই পারে। সাথে বিদেশি কোচদের বাইরেও দুই-একজন নীতিনির্ধারক থাকে। তাদের থেকেই নিশ্চয়ই বের হয়েছে কথাটা। কে সেটা? বিষয়টা খুবই খারাপ। তারা হয় দলের ভালো চায় না নাহলে ওই ক্রিকেটারের ভালো চায় না।’

‘দেখুন এইটুকু তো বুঝি যে আমাদের দলের সাথে দেশের যারা ছিল তাদের কাছ থেকেই বের হয়েছে কথাটা। বিদেশি কোনো কোচিং স্টাফ সাংবাদিকদের এমন কথা বলেছেন বলে আমার বিশ্বাস হয় না। কারন আমি অধিনায়ককে যদি এটা বলেও থাকি তাহলে তো বাংলাতেই বলবো।‘- বলেন সাকিব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »