দল সেমিতে গেলে আফ্রিকা যাবেন পাপন

মমিনুল ইসলাম »

আগামী ১৭ জানুয়ারী থেকে দক্ষিন আফ্রিকায় বসতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। আসন্ন আসরকে সামনে আকবর আলিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৩ জানুয়ারি দক্ষিন আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে আকবর আলির দল। এবারের বিশ্বকাপে দল সেমিফাইনালে গেলে দক্ষিন আফ্রিকায় যাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বেশ কিছুদিন ধরেই ফর্মের তুঙ্গে আছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সর্বশেষ এশিয়া কাপের ফাইনালেও খেলেছে আকবর আলির দলটি। এছাড়া সর্বশেষ ২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দারুণ খেলেছে যুবারা। ২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত যুব বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিলো যুবারা তারপর ২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ৫ম স্থান অর্জন করে দলটি। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দারুণ প্রস্তুতিও নিয়েছে তারা। তাই তো যুবাদের নিয়ে সাফল্যের স্বপ্ন দেখছোন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) ।

বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর ) অনুর্ধ্ব-১৯ দলের অফিসিয়াল ফটোসেশানে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। যুবাদের শুভ কামনা জানিয়েছেন বিসিবি সভাপতি। এবারের দলটি নিয়ে ভালো করার বেশ সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি। বেশ কিছুদিন হলো সবাই ভালো করতেছে। তাদের পারফর্ম্যান্স অবীকার করার সুযোগ নেই। কিছু কিছু ছেলে আরও বেশি ভালো করতেছে তাই তো এবার আমাদের ভালো ফলাফল আসবে আশা করি।

বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল এবার সেমি ফাইনালে গেলে দক্ষিন আফ্রিকাতে বিসিবি সভাপতি যাবেন বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘আমি এখন অবদি দক্ষিন আফ্রিকাতে যাইনি। এমনকি জাতীয় দলের জন্যও কখনো যাইনি। তবে ওরা সেমিফাইনালে গেলে আমি যাবো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »