দর্শকদের দুঃখে দুঃখিত রিয়াদও

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল (২৪ সেপ্টেম্বর) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তানের মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হওয়ার কথা ছিলো। তবে ম্যাচ পূর্ববর্তী সময় হতেই মিরপুরের আকাশ ছিলো বৃষ্টিমুখর। যা কিনা বাংলাদেশী ভক্তদের জন্য কাল হয়ে উঠেছিলো। কেননা এই বৃষ্টির কারণেই যে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে।

অবিরাম ধারায় ঝরতে থাকা এই বৃষ্টির মধ্যেই টাইগারদের খেলা উপভোগ এবং টাইগারদের সমর্থন যোগানোর জন্য মাঠে বসেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন বাংলাদেশ ক্রিকেটের আবেগী ভক্তরা। তবে ইস্টার্ন গ্যালারীতে ছাদ না থাকায়, সেখানকার দর্শকরা দাঁড়িয়ে থেকে ভিজতেছিলেন।

দর্শকদের এমন ত্যাগ স্বীকারে অবাক হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা যখন ড্রেসিং রুমে বসে ছিলাম তখন বৃষ্টি পড়ছিলো। দেখছিলাম ছোট ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজছে। তখন একটু আফসোস লাগছিলো যে ম্যাচটা হলে ভালো হতো এবং ওরা বৃষ্টিতে ভিজতো না। বাচ্চাদের জন্য খারাপ লাগছিলো যে ওরা অনেক আশা করে এসেছে। ম্যাচটি হয়নি এর জন্য আসলে আফসোসটি বেশি।’

রিজার্ভ ডে না থাকা নিয়ে রিয়াদকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘রিজার্ভ ডে রাখার উচিত ছিলো। ফাইনাল ম্যাচে সবাই একটা ভালো ম্যাচ উপভোগ করার অপেক্ষায় ছিলো।’

উল্লেখ্য, রিজার্ভ ডে না থাকায় তিন জাতির এই সিরিজের ‘ওভাই’ ট্রফিটার ভাগিদার স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান উভয়কেই করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ-আফগানিস্তান দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »