https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস এক বিশেষ পবিত্র মাস হিসেবেই বিবেচ্য। চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ এবার অনুষ্ঠিত হচ্ছে এই রমজান মাসেই। ফলে ক্রিকেটাররা তাদের কায়িক পরিশ্রমের কথা বিবেচনা করে বা ক্রিকেট খেলার মত কঠোর পরিশ্রমের কারণে রোজা রাখতে পারেন না অনেকেই।
শুধু তাই নয়, ইংল্যান্ডে বর্তমানে রোজা রাখতে হচ্ছে প্রায় ১৯ ঘণ্টার মত। তাই দিনের এই লম্বা সময় রোজা রেখে ক্রিকেট খেলা অনেকের কাছেই অসাধ্য। তবে নিজেদের প্রথম বিশ্বকাপের ম্যাচে রোজা রেখেই খেলেছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।
তারা হলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। রোজা রেখেই মাঠে নিজেদের শতভাগ ঢেলে দিয়ে সাফল্যও পেয়েছেন তারা। রবিবারের এই ম্যাচে এমন কষ্টসাধ্য অবস্থায় থেকেও রোজা পালন করা সত্যিই প্রশংসার দাবিদার।