নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৮-১৯ মৌসুমের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বর্ষসেরা পুরস্কার ঘোষণা করে। শনিবার রাতে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এই পুরস্কার ঘোষণা করে এবং বিতরণ করে।
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নারী ক্রিকেট দলের অধিনায়ক ড্যান হন নিকার্ক।
বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেট হয়েছেন কুইন্টন ডি কক। ওয়ানডেতে হয়েছেন ফাফ ডু প্লেসিস। টি-টোয়েন্টিতে হয়েছেন ডেভিড মিলার। এছাড়া বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন রসিক ফান বার ডুসেন। খেলোয়াড়দের বাছাই করা বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ফাফ ডু প্লেসিস। এছাড়া সমর্থকদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কাগিসো রাবাদা। বছরের সেরা ডেলিভারির পুরষ্কার জিতেছেন ভারনন ফিল্যান্ডার।
নারীদের মধ্যে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মারিয়ানা ক্যাপ। বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শবনিম ইসমাইল। বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটার পুরষ্কার জিতেছেন তুমি সেখুখুন। খেলোয়াড়দের বাছাই করা সেরা নারী ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন হন নিকার্ক।