https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৩০তম ম্যাচে লর্ডসে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রানের বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটসম্যান স্কোরবোর্ডে যোগ করেন ৮১ রান। এই জুটি ভাঙে ইমরান তাহিরের বলে হাশিম আমলার হাতে ফখর জামান ক্যাচ দিলে। আউট হবার আগে তার ব্যাট থেকে আসে ৪৪ রান। ফখর জামান ফিরে যাবার পর আরেক ওপেনার ইমামও সমান ৪৪ রান করে ফিরে যান। তিনে নামা বাবর আজমের সাথে জুটিটা অবশ্য খুব বেশি স্থায়ী হয়নি মোহাম্মদ হাফিজের। থিতু হওয়ার পর মাত্র ২০ রানে ফিরেন হাফিজ। চতুর্থ উইকেট জুটিতে বাবর আজম ও হারিস সোহেল মিলে ছোটান রান ফোয়ারা। এই জুটি মিলে গড়ে ৮১ রান। ৮০ বলে নির্ভরযোগ্য ৬৯ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। শেষে ওভারে আউট হবার আগে হারিস সোহেলের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৮৯ রানের বিদ্ধংসী ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ৩০৮ রান।