দক্ষিণ আফ্রিকা লীগের নিলামে খালেদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ এর প্রথম আসর। একই সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশি ক্রিকেটারদের তাই প্রোটিয়া লিগে অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ। তবে দক্ষিণ আফ্রিকার লিগটির নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের খালেদ আহমেদ।

এবারই প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। একই সময়ে বাংলাদেশে মাঠে গড়াবে বিপিএল, এছাড়াও আরব আমিরাতে মাঠে গড়াবে নতুন টি২০ লীগ। আফ্রিকা লীগের এবারের নিলামে নাম রয়েছে শুধুমাত্র খালেদ আহমেদের।

নিলামে খালেদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১০ হাজার মার্কিন ডলার। নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট ৫৩৩ জন ক্রিকেটার। তাদের মধ্যে বাংলাদেশি শুধু খালেদই। ২৪৮ জন ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকার।

সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ডলার ভিত্তিমূল্যে নিলামে আছেন ওয়েস্ট ইন্ডিজের জায়ডেন সিলস ও ওডিন স্মিথ। দ্বিতীয় সর্বোচ্চ ৯৮ হাজার ডলার ভিত্তিমূল্য ইংল্যান্ডের ইয়ন মরগান, আদিল রশিদ, জেসন রয়, টাইমাল মিলস ও ডেভিড উইলি; নিউজিল্যান্ডের জিমি নিশাম এবং শ্রীলঙ্কার চামিকা করুনারত্নে।এছাড়া ৪৯ হাজার ডলার ভিত্তিমূল্যে ৫২ জন নিবন্ধন করেছেন। নিলামে সবার নাম ওঠার নিশ্চয়তা অবশ্য নেই। নিজেদের পছন্দের ক্রিকেটারদের তালিকা ৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজি। সে অনুযায়ী চূড়ান্ত নিলামের তালিকা প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বরের নিলামের আগেই।

দক্ষিণ আফ্রিকার এই লিগে ৬টি দল অংশ নেবে। প্রতিটি দলই কিনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। একেকটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে রাখা যাবে ১৭ জন ক্রিকেটার, যার মধ্যে ৭ জন রাখা যাবে বিদেশি। তবে একাদশে বিদেশি খেলানো যাবে সর্বোচ্চ ৪ জন। একই সময়ে একাধিক লিগ মাঠে গড়ালেও আবির্ভাবেই বেশ আলোড়ন ফেলতে যাচ্ছে এসএ২০।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »