দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচের আবহাওয়া পরিস্থিতি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরে  নিজেদের প্রথম ম্যাচে আজ রবিবার  মাঠে নামছে বাংলাদেশ। রবিবার (০২ জুন) লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বেন টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

অবশ্য ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে কোনো ওয়ারেন্টি-গ্যারান্টি দিতে নেই। তবে দু’দলের সমর্থকদের জন্য সুখবর, এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন ওভালের আকাশে রোদ মেঘের লুকোচুরি থাকলেও বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।

আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, সকালে আকাশ পরিষ্কার থাকবে। বেলা ১২টার পর হালকা মেঘাচ্ছন্ন থাকবে। তবে সারা দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু পুরোদিনই বাতাস থাকবে। ফলে শুরুর দিকে কন্ডিশন থেকে সুবিধা পাবেন পেসাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »