ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের টানা দ্বিতীয় হার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ত্রিদেশীয় সিরিজের ৩য় ম্যাচে ক্রাইস্টচার্চে আজ স্বাগতিক নিউজিল্যান্ডে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।গুরুত্বপূর্ণ এই ম্যাচে কিউইদের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সাকিববাহিনী।

ক্রাইস্টচার্চে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টসে হেরে আগে ব্যাট করতে নেমে, টাইগার ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের মাঝারি পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৩ রান আসে ওপেনার নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। এছাড়া সোহানের (২৫*) আফিফের (২৪) ও কাপ্তান সাকিবের (১৫) এর উপর ভর করে ১৩৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

কিউইদের হয়ে বল হাতে ট্রেন্ড বোল্ট, টিম সাউদি,মিচেল ব্রেসওয়েল ও ইশ সোধী প্রত্যেকে নেন দুটি করে উইকেট।এই ম্যাচের মধ্য দিয়ে, টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় কিউই বোলার হিসেবে ১০০ উইকেট লাভের কীর্তি গড়েন ইশ সোধী।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ডেভন কনওয়ের অর্ধশতক (৭০) ও অধিনায়ক কেন উইলিয়ামসনের (৩০) ব্যাটে চড়ে ১৩ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে বল হাতে শরিফুল ও হাসান মাহমুদ নেন একটি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »