নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি আফগানিস্তানের সাথে টেস্ট চ্যাম্পিয়নশীপ ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে উইন্ডিজ। আফগানদের একাই উড়িয়ে দেন কর্নওয়াল, দু ইনিংসে নেন ১০টি (৭+৩) উইকেট। যার ফল আত্মবিশ্বাস বেড়েছে দলটির অধিনায়ক জেসন হোল্ডারের। ক্যারিবিয়ানকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন তিনি।
উইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়কের বিশ্বাস টেস্ট চ্যাম্পিয়নশীপে উন্নতি করবে দলটি। দলের বর্তমান পারফরম্যান্সে অনেক খুশি তিনি। তাছাড়া আগামী ২ বছরে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে শুরুর দিকে চলে আসবে। এখন আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ক্যারিবিয়ানদের অবস্থান ৮ম স্হানে।
হোল্ডার বলেন, ‘আমাদের বর্তমান পারফরম্যান্স অনেক ভালো। তবে এ পারফরম্যান্সটা ধরে রাখতে হবে, তবেই উন্নতি আসবে আমাদের। প্রতিটি দলের বিপক্ষে লড়াই করতে হবে। আগামী দুই বছরের মধ্যে আমাদের লক্ষ্য থাকবে তিন কিংবা চার নম্বর র্যাকিংয়ে ওঠে আসে।’
তাই তিনি আগামী সিরিজগুলোতে ভালো করতে চান। কেননা র্যাকিংয়ে এগোতে হলে দলের পারফরম্যান্স মুখ্য। তবে এ অধিনায়ক মনে করেন আইসিসি টেস্ট র্যাকিংয়ে ৫/৬ থাকা অস্বাভাবিক কোনো কিছু নয়। তাই তিনি মনে করেন আগামী দু বছরে ভালো অবস্থানে পৌঁছবে দলটি।