তিন ফরম্যাটে তিনটি দল তৈরির কথা ভাবছে বিসিবি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের স্কোয়াড ও ত্রিদেশীয় সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা নিয়ে মধুর সমস্যায় পড়েছেন নির্বাচকরা। একদিকে তরুণ ক্রিকেটারদের পারফর্ম অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ইমার্জিং দল। কেউকেউ আবার নিয়মিত ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স প্রদর্শন করেও ঠাই মিলছে না জাতীয় দলে।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের জন্য ৩৫ জন নিয়ে যে কন্ডিশনিং ক্যাম্প করেছে বিসিবি সেখানে অনেকেই যোগ দিতে পারেননি শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ থাকার কারণে। তবে অভিজ্ঞ যারা এখনও নির্বাচকদের রাডারে রয়েছেন তাদের নিয়েই বা নির্বাচকদের পরিকল্পনা কি?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন তিন ফরম্যাটের জন্য তিনটি দলের কথাই ভাবছেন তারা। নান্নুর ভাষ্য, ‘৫৫ জনের একটা পুল আছে আমাদের। সেখানে এইচপি দল, ‘এ’ দল ও জাতীয় দল খেলছে। তিন ফরম্যাটের জন্য আমাদের তাই তিনটি দল গঠন করতে হয়েছে। আমরা কিন্তু এই ৫০-৫৫ জন ক্রিকেটার থেকেই করছি। প্রস্তুতি ম্যাচের জন্য এখান থেকেই দল দেয়া হয়েছে। সবাইকেই প্ল্যাটফর্ম দেয়া হয়েছে। যে যেখানে ভালো করবে তাকে উপড়ে আনা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে পাইপলাইনের ক্রিকেটারদের কথা বলছি। এইচপি ও ‘এ’ দল দিয়েই কিন্তু তৈরি করতে হয়। এইচপির বাইরেও ৬০ জনের একটা পুল আছে। প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটারও আছে কিছু। আমরাই রেডি করেছি এখান থেকে। উঠতি ক্রিকেটারও আছে সেখানে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »