তিন নম্বরের সমাধান মিঠুন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। দুই ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে হয়েছেন ব্যর্থ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ছুটিতে রয়েছেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। ফলে তিন নম্বর পজিশনে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে দেখা যাবে মিঠুনকে।

লঙ্কানদের বিপক্ষে গা গরমের ম্যাচে মিঠুন ছিলেন উজ্জ্বল। ব্যাট হাতে খেলেছেন সর্বোচ্চ ৯১ রানের ইনিংস। তাইন তিন নম্বর নিয়ে যে ভাবনা ছিল সেখানে যেন হালে পানি পেলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন।

সুজনের মতে তিন নম্বরে ব্যাটিং করতে পারেন মিঠুন। তিনি বলেন, ‘তার পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ভালো করেছে সে। একতা সময় মিঠুন ওপেনিংয়ে ব্যাট করতো তাই সেখান থেকেই ভাবনাটা এসেছে তাকে তিনে খেলানোর ব্যাপারে। যেহেতু সাকিব নেই তাই এই পজিশনে এমন একজনকে আমরা চাই যে লম্বা সময় ধরে ব্যাট করতে পারে। এই ইনিংস তাকে আত্মবিশ্বাস জোগাবে বলে আমার বিশ্বাস। মূল ম্যাচেও সে ভালো করবে বলে আমার বিশ্বাস।’

সৌম্যর ধারাবাহিক ব্যর্থতা সম্পর্কে বলতে গিয়ে সুজন জানান, ‘সৌম্য ভালো করুক সেটা অবশ্যই চাই। মিডল ওভারগুলোতে সে ভালো বল করে। প্রস্তুতি ম্যাচে সে দলের প্রয়োজনে উইকেট এনে দিয়েছে। মূল ম্যাচেও যেন সে এভাবেই বল করতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। বোলিং অপশনে সৌম্যকে রাখা হচ্ছে সবসময়ই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »