নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অভিষেকটা হয়েছিলো সেই ২০০১ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জিম্বাবুয়ের হয়ে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির রেকর্ডটা তার কাঁধে। অভিষেকের পর থেকে এ পর্যন্ত খেলেছেন ৩৮ টি টেস্ট, ২০৯ টি ওয়ানডে ও ৬২ টি টি-টোয়েন্টি ম্যাচ। এর মধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন আসন্ন বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন। আর তাই এ ত্রিদেশীয় সিরিজটাকে উপভোগ করতে চান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর মঞ্চ হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে দেড় যুগেরও বেশি সময় পার কিরা জিম্বাবুয়ান এ অধিনায়ক নিজের ব্যাটিং অনুশীলন সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। অবসর নিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানান, “জিম্বাবুয়ে ক্রিকেটদলের হয়ে অনেক দিন পার করেছি। ক্রিকেটটাকে উপভোগও করেছি। দেশের হয়ে খেলাটা নিজের জন্য গর্বের। নিজের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সিরিজটাও উপভোগ করতে চাই।”
স্বাগতিক বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক এ হার প্রসঙ্গে তিনি বলেন, “চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হার দেখে আমি অবাক হইনি। উইকেট আমার কাছে কিছুটা ভিন্ন মনে হয়েছে। এইরকম উইকেটে টস জেতা একটা দলকে অনেকটা এগিয়ে দেয়। ফলে আফগানিস্তানও টস জেতার কারণে এগিয়ে গিয়ছিলো। তাছাড়া তাদের স্পিন আক্রমণও বিশ্বসেরা। এতে করে উইকেটের সুবিধাটা তারা ভালোভাবেই নিতে পেরেছে।
১৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচে স্পিন উইকেট হলেও, ত্রিদেশীয় টি-২০ সিরিজে স্পিন সহায়ক উইকেট হবে না। তিনি মনে করেন, এ টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং বান্ধব উইকেটই হবে।