তাহলে কি ১৪ সেলাইকেও বুড়ো আঙুল দেখাবেন মাশরাফি?

সানিউজ্জামান সরল »

মাশরাফি নামটা আসলেই আঘাত, ছুরি-কাঁচি, ইনজুরি এই নামগুলো আপনা-আপনিই চলে আসে। ক্যারিয়ারে মাশরাফির সাথে ছায়ার মতো লেগে থেকেছি ইনজুরি। তবে বারবার ইনজুরিকে বুড়ো আঙুল দেখিয়ে খেলে চালিয়ে গেছেন এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন।

 

এবারো চিরচেনা সেই ইনজুরির কবলে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা এ অধিনায়ক। এবারো জাতীয় দলের হয় নয়। বঙ্গবন্ধু বিপিএলে গতকাল (১২ জানুয়ারি) খেলতে নেমেছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে। এ ম্যাচেই ইনজুরি আলিঙ্গন করেছে মাশরাফি। লেগেছে ১৪ খানা সেলাই।

 

ম্যাচে ২য় ইনিংসের ১১ তম ওভার পর্যন্ত সবকিছু ছিল ঠিকঠাক। তবে হঠাৎ’ই হাহাকারের ঘনঘটা। ১১ তম ওভার চলাকালে মেহেদী বলে রুশোর ক্যাচ নিতে গিয়ে হাতে আঘাত পেয়েছেন অধিনায়ক। সাথে সাথে ছাড়তে হয় মাঠ। কিছুক্ষণ পরেই হেডলাইন, ‘মাশরাফির হাতে ১৪ সেলাই’, ‘বিপিএল শেষ মাশরাফির’ ইত্যাদি ইত্যাদি।

 

হাতে ১৪ টা সেলাই। ম্যাচ আগামীকাল (১৩ জানুয়ারি)। স্বাভাবিক সবাই ধরেই নিয়েছে, মাশরাফি খেলছেন না। তবে গোপন এক সূত্র থেকে জানা গেছে এক অবাক করার মত তথ্য। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলবেন মাশরাফি। দলের প্রয়োজনে বল করতেও রাজি তিনি।

 

অথচ বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরীও মাশরাফির আঘাতের অবস্থা নির্ণয় করে বলেছিলেন, আগামী ম্যাচ খেলতে পারবেন না মাশরাফি।

নামটা যে মাশরাফি। যাকে বিগত ৭ বার ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে। তবে ক্রিকেট থেকে দমাতে পারেনি কোনো ছুরি-কাঁচি। আর এটা তো সামান্য ১৪ সেলাই। যিনি মনে করেন, ‘মুক্তিযোদ্ধারা গুলি খেয়েও দেশের জন্য লড়ে গেছেন, সেখানে আমার তো মাত্র ৭ টি অস্ত্রোপচার’ তার কাছে ১৪ টা সেলাইয়ের কি’বা গুরুত্ব থাকতে পারে? নিজেকে নিয়ে না ভেবে, খেলাকে প্রাধান্য দেওয়ার নামই যে মাশরাফি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »