নিউজ ডেস্ক »
করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় নিলামে তোলা ক্রিকেটার তাসকিন আহমেদের শ্রীলঙ্কার বিপক্ষে করা হ্যাট্রিক বল ৪ লাখ টাকায় আর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সৌম্য সরকারের করা শতকের ব্যাট সাড়ে ৪ লাখ টাকায় নিলামে বিক্রি হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো দেশ জুড়ে চলছে অঘোষিত লকডাউন। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের পড়েছে বিপাকে। তাদের সাহায্যার্থে ক্রিকেটাররা নিজেদের বেতনের ৫০ ভাগ দিয়েছিলেন। কিন্তু এর পর ক্রিকেটাররা সিদ্ধান্ত নেন তাদের ক্রিকেটীয় স্মারক নিলামে তোলবেন যার থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই যাবে করোনাভাইরাসে বিপর্যস্ত অসহায় মানুষদের জন্য।
কয়েক দিন আগেই ক্রিকেটার তাসকিন আহমেদ ঘোষণা দিয়েছিলেন শ্রীলঙ্কা বিপক্ষে করা হ্যাট্রিকের বলটা নিলামে তোলবেন তিনি। আর আরেক তারকা ক্রিকেটার সৌম্য সরকার ঘোষণা দিয়েছিলেন কিউইদের বিপক্ষে করা নিজের একমাত্র টেস্ট শতকের ব্যাটটা নিলামে তোলার। এরপর নিলামে উঠে এই দুজনের ক্রিকেটীয় স্মারক। আর নিলাম থেকে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের একটি ব্যাংক তাসকিনের বল ৪ লাখ টাকায় আর সৌম্যের ব্যাট সাড়ে ৪ লাখ টাকায় কিনে নেয়। নিলাম প্ল্যাটফর্ম ‘অকশন ফর অ্যাকশন’ পেজের মাধ্যমে এই নিলাম সম্পন্ন হয়।
এর আগে এই একই প্ল্যাটফর্ম থেকে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিলো সাকিব আল হাসানের বিশ্বকাপ মাতানো ব্যাট। আর সে ব্যাট কিনে নিয়েছিলেন একজন প্রবাসী বাঙালি।