তাসকিনের ফেরার কারণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। এরপর আর টেস্ট খেলা হয়নি। যার মূল কারণ ছিলো অফফর্মের চেয়ে বেশি ইনজুরি সমস্যা। ইনজুরি যেন তাসকিনকে অনেকটা দমিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু দমে যাননি তাসকিন। দীর্ঘ সময় পর আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে দলে ফিরেছেন তাসকিন আহমেদ।

দল বাছাইয়ে এবার ফিট প্লেয়ারদের দিকে বাড়তি নজর ছিলো। আর তাসকিনের বর্তমান ফিটনেস ভালো। আর সাম্প্রতিক পারফরম্যান্স আরো আশা জাগিয়েছে নির্বাচকদের তাকে দলে রাখতে।

তাসকিন জাতীয় দলে খেলার জন্য যে প্রস্তুত তা তিনি আগেই জানান দিয়েছিলেন। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নিউজিল্যান্ড সফরে সুযোগ করে নিয়েছিলেন। সেখানে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে যান। তবে বিশ্বকাপের সময় আলোড়ন সৃষ্টি হয় তাসকিনকে না রাখায়। আর সেসময় ঢাকা প্রিমিয়ার লীগে ভালো পারফর্ম করে মন কাড়লেও বিশ্বকাপ খেলা হয়নি আর। তাই বলে থেমে থাকেননি। সুযোগ পেলেই কাজে লাগাতেন তাসকিন। বিসিবি একাদশের হয়ে ভারতে ভালো বোলিং করেছেন। আবার আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভালো ফল করেছেন। যার দরুন জাতীয় দলে আসার পথ আরো মসৃণ হয়েছে তাসকিনের।

তাসকিনের জাতীয় দলে আসার প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ” ও আমাদের ভাবনাতে আগে থেকেই ছিলো। ওর ফিটনেসের এখন যথেষ্ট উন্নতি হয়েছে। ওর কোনো প্রকার ইনজুরি সমস্যা আর নেই। এজন্য ওকে দলে নেয়া হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »