সানিউজ্জামান সরল »
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানের নামটা তামিম ইকবাল। সবসময়ই যেন সবাইকে ছাড়িয়ে যেতে এবং নিজেকে চূড়ায় দেখতে পছন্দ এই বাঁহাতি ওপেনারের। প্রতিনিয়তই যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক অন্যরকম লড়াইয়ে নামেন তামিম। আবারো সেটাই দেখালেন তিনি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১ম বাংলাদেশী হিসেবে ক্যারিয়ারের ১২ টি শতক পূর্ণ করলেন।
আজ (৩ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ২য় ওয়ানডে খেলতে নেমে শুরু থেকেই তামিমের ব্যাট চলছিলো যেন আক্রমণাত্মক ভঙ্গিতে। আজ মাঠে নামার আগে যেন তামিম প্রতিজ্ঞা করেই নেমেছিলেন যে, আজ তিনি ক্যারিয়ারের ১২ তম শতক পূর্ণ করবেনই, হলোও তাই। সিরিজের ২য় ম্যাচে ১০৬ বল থেকে ১৪ টি বাউন্ডারির সাহায্যে তামিম তুলে নেন নিজের ১২ তম ওয়ানডে শতক। এই শতকের মধ্য দিয়ে দীর্ঘ ২০ মাসের বিরতি কাটিয়ে শতক পেয়েছেন দেশ সেরা এ ব্যাটসম্যান।
শতক হাঁকানো তামিম ব্যাট করতে নেমে ছিলেন শুরু থেকেই দুর্দান্ত। সময় যাওয়ার সাথে সাথে তামিমের ব্যাটে যেন আরো ধার বাড়তে থাকে। আক্রমনাত্মক ক্রিকেট খেলে নিজের চেনা রূপে ফিরে আসার জানান দিয়ে, দীর্ঘ ৯ মাস ও ৭ ম্যাচের অপেক্ষা কাটিয়ে তামিম তুলে নেন ক্যারিয়ারের ৪৮ তম অর্ধশতক। অর্ধশতক পূর্ণ করার যেন আরো উজ্জ্বল তামিমের ব্যাট। আক্রমনাত্মক ক্রিকেট খেলে অনন্য এক মাইলফলকও স্পর্শ করে ফেলেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল এই ব্যাটসম্যান। পূর্ণ করেন ৭ হাজার রানের রেকর্ড। আর এজ অনন্য মাইলফলক স্পর্শ করার পরই তামিম শতকও পূর্ণ করে ফেলেন।