তামিমের বিকল্প খোঁজা হবে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটিংয়ে এক ভরসার নাম তামিম ইকবাল খান। শুধু ওপেনিং নয় বাংলাদেশ দলে ব্যাটিং স্তম্ভের এক ভরসার প্রতীক যেন তামিম ইকবাল। অন্তত ২০১৫-২০১৮ সাল পর্যন্ত তামিমের পরিসংখ্যান তাই বলে। তবে চলতি বছরে তামিম যেন নিজেকে হারিয়ে খুঁজছে। আর তার অফফর্মে থাকা বেশ দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। আর তাই তো এবার খুঁজতে হচ্ছে তামিমের বিকল্প।

এ বছর যেন তামিমের ব্যাট হাসতেই চাচ্ছে না। যদি এ বছরে একটু পেছনে ফেরার যায় তবে দেখা যায় যে তামিম নিউজিল্যান্ড সিরিজে ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। আর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অর্ধশতকের দেখা পেলেও তিনি সেটিকে দীর্ঘ করতে পারেননি। আর এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টূর্ণামেন্ট বিশ্বকাপে তামিম নিজের সেরা পারফর্মেন্স করতে পারেননি। আর সর্বশেষ শ্রীলঙ্কা সফরে তো দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। কিন্তু ব্যাট হাতে ছিলেন সম্পূর্ণরূপে ব্যর্থ।

তবে এবার নিজেকে একটু ক্রিকেট থেকে বিরত রাখছেন তামিম। নিজেকে মানসিক বিরতি দিতে যাচ্ছেন তামিম। যার ফলশ্রুতিতে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্রামে থাকবেন এই টাইগার ওপেনার। তামিম ইকবাল তার এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইনজুরি ব্যতীত দলের বাইরে থাকেননি। এবার প্রথম দলের বাইরে থাকছেন তাও স্বদ্বিচ্ছায়। আর তাইতো এবার তামিম ইকবালের বিকল্প খুঁজতে যাচ্ছে নির্বাচকরা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ” তামিমের জায়গায় কাকে নৈয়া হবে তা এখনো ঠিক করা হয়নি। এবার ফিটনেসকেই বেশি গুরুত্ব দেয়া হবে। হয়তো নতুন কাউকে দলে দেখা যেতেও পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »