তামিমের পর মাশরাফিকে দলে ভেড়ালো ঢাকা প্লাটুন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে ঢাকার রেডিসন হোটেলে। সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হয় প্লেয়ার ড্রাফট।

বঙ্গবন্ধু বিপিএলের এ+ ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। প্রথম কয়েক ধাপে উপেক্ষিত থাকলেও দেশি প্লেয়ারদের ড্রাফটের পঞ্চম রাউন্ডে এসে দল পান মাশরাফি বিন মোর্ত্তজা। তামিম ইকবালের পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে দলে ভেড়ায় ঢাকা প্লাটুন।

পঞ্চম রাউন্ড (দেশী- বিদেশী) শেষে, ক্রিকেটারদের কে কোন দলে-

ঢাকা প্লাটুন- তামিম, বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, থিসারা পেরেরা,লরি ইভান্স, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- মাহমুদউল্লাহ, ইমরুল,নাসির,রুবেল হোসেন,হেনরি কিং, কেসরিক উইলিয়ামস, সোহান, এনামুল জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ

রাজশাহী রয়্যাল্স- লিটন,আফিফ,আবু জায়েদ,ফরহাদ রেজা,রবি বোপারা,হজরতউল্লাহ জাজাই,তাইজুল,অলক কপালি, কামরুল রাব্বি,ইরফান শুক্কুর

রংপুর রেঞ্জার্স- মোস্তাফিজ,নাইম শেখ,আরাফাত সানি,জহুরুল ইসলাম,মোহাম্মদ নবী,শাই হোপ,তাসকিন আহমেদ,জাকির হাসান, ফজলে মাহমুদ, রিশাদ আহমেদ, নাদিফ চৌধুরী

খুলনা টাইগার্স- মুশফিকুর রহিম ,শফিউল,নাজমুল শান্ত, আমিনুল বিপ্লব, রাইলি রুশো, রবি ফ্রাইলিং, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী মিরাজ, শহিদুল ইসলাম

কুমিল্লা ওয়ারিয়র্স- সৌম্য সরকার,আল আমিন,ইয়াসির আলি,সাব্বির রহমান, কুশল পেরেরা, মুজিবুর রহমান, সানজামুল, আবু হায়দার, মাহিদুল অংকন, সুমন খান

সিলেট থান্ডার- মোসাদ্দেক,মিঠুন আলি ,নাজমুল অপু, সোহাগ গাজী, রাদারফোর্ড, শফিকুল্লাহ জাদরান, রনি তালুকদার, নাইম হাসান, দেলোয়ার হুসেন, মনির হোসেন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »