সানিউজ্জামান সরল »
অফ ফর্মের কারণে গত শ্রীলঙ্কা সফরের পর বিশ্রামে যান তামিম। বিশ্রাম থেকে ফিরে জাতীয় লিগে খেলেন তিনি। তবে সেখানেও হয়েছিলেন নিজের জাত চেনাতে ব্যর্থ। সদ্য সমাপ্ত হওয়া ভারত সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল দেশ সেরা এ ব্যাটসম্যানের। তবে পারিবারিক কারণে এ সফর থেকে নিজের নাম সরিয়ে নেন তিনি।
সব প্রতিকূলতা পার করে দীর্ঘ ৪ মাস পর আজ (১২ ডিসেম্বর) বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম। তবে এবারো খালি হাতেই ফিরতে হলো তাকে। দীর্ঘদিন পর ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রান করেই সাজঘরে ফিরে যান তিনি।
মিরপুরের একাডেমি মাঠে কঠোর অনুশীলন করা তামিম বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ। তবে এ নিয়ে চিন্তিত নন কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলার সময় মাশরাফি তামিমকে নিয়ে এমনটাই জানিয়েছেন।
‘আমি মনে করি না, তামিমকে নিয়ে কোন চিন্তা করতে হবে। দেখেন, গত বিপিএলেও কিন্তু তামিমের বেশ কয়েকটা ম্যাচ এমন ছিল, তবে ফাইনাল মঞ্চে দলকে জিতিয়েছিল কিন্তু ওই তামিমই। এই জিনিসগুলা তামিম বারবার প্রমাণ করে আসছে।’
প্রসঙ্গত, বিপিএলে নিজের চেনা রূপে ফিরে আসতে কঠোর পরিশ্রম করেছেন তামিম। বলতে গেলে, নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছেন গত আসরের ফাইনালে শতক হাঁকানো এই ব্যাটসম্যান। তবে এতো পরিশ্রম, এতো চেষ্টা স্বত্বেও তামিম ইকবাল হয়েছেন ব্যর্থ। কিন্তু একটা কথা জোর দিয়ে বলা যায়, তামিম দমে যেতে পারেন না। উনি ফিরে আসবেন, আগের চেয়ে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে।