তামিম’কে দিয়েই বোলিং অনুশীলনে মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে ইতিমধ্যে দেশীয় ক্রিকেটার অনুশীলন শুরু করেছে। অন্যদিকে বিপিএল দিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এখনো ২২ গজে দেখা যায়নি এ নড়াইল এক্সপ্রেসকে। এবারের বিপিএলে খেলবেন ঢাকা প্লাটুনের হয়ে।

দীর্ঘদিনে মাঠের বাইরে থেকে কোচ সালাহউদ্দিন অধীনে আজ বোলিং অনুশীলন করেছেন মাশরাফি। বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন কোচ সালাহউদ্দিন। তবে কুমিল্লার হয়ে চ্যাম্পিয়ন হলেও এবার ঢাকা প্লাটুনের হয়ে মাশরাফি তামিমদের কোচিং করাবেন। আজ বোলিং অনুশীলন কোনো সমস্যায় পড়তে হয়নি মাশরাফি’র।

মিরপুর একাডেমির মাঠে আজ ৪ ওভার বোলিং করেন তিনি। প্রথম ২ ওভার ওভার শর্ট রান আপে করলেও বাকি ২ ওভার করেছেন ফুল রান আপেই করেন। ঢাকার ওপেনার তামিম ইকবাল’কে ৪ ওভার বোলিং করেন। প্রায় ১ ঘন্টা অনুশীলন করেন তারা। মাশরাফি’র অনুশীলন নিয়ে মুখ খুলেন কোচ সালাহউদ্দিন।

তিনি জানান, ‘দীর্ঘদিন মাঠের বাইরে থেকেও বোলিংয়ে কোনো অসুবিধে হয়নি মাশরাফি’র। দু একদিন অনুশীলন করলেই নিজের স্বরুপে ফিরতে পারবে। সেসময় ফিজিওর পরামর্শ নিয়ে অনুশীলন চালান, তখন তার কোনো সমস্যা দেখা যায়নি। তবে সে স্বাভাবিক হয়ে উঠবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »