তামিমকে টপকাতে সাকিবের দরকার ৮৬ রান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি কাপ্তান সাকিব আল হাসানের সামনে। আর মাত্র ৮৬ রান করলেই তামিমকে সরিয়ে দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৭৫ টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। আর এ ৭৫ ম্যাচ খেলে ১৬১৩ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরির মার, সর্বোচ্চ স্কোর ১০৩। আর সাকিব ৭২ ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ১৪৭১ রান। যার মধ্যে রয়েছে ৮টি হাফসেঞ্চুরির মার, সর্বোচ্চ স্কোর ৮৪।

১৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ছুটির কারনে অনুপস্থিত তামিম ইকবাল। ফলে তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার হাতছানি সাকিবের সামনে। কেননা এই মুহূর্তে তামিম ইকবালের থেকে মাত্র ৮৬ রান দূরে সাকিব। আর তাই তামিম ইকবালকে টপকে যাওয়া, সাকিবের কাছে সময়ের ব্যাপার মাত্র।

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আর এ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »